বরষার চাঁদনী রাত
নিঝুম রাত
একাকী দাড়ীয়ে শশী,
বাতায়নের গ্রীল ঘেষে
জোছনা এসে পড়ছে খাটের পাশে!
নিদ্রাহীন দুটি আখি
অপলকে তাকিয়ে
উপমাহীন মোগ্ধতায়
অনুভবে মন গেল হারিয়ে!
দখিনা সমীরণ গায়ে মেখে
কদম ফুলের ঘ্রান,
অনায়াসে ছুটছে
চাঁদনী জেন পেল প্রান!
দিপ্রহর ঝল-মল রজনী
সহস্র ফুটন্ত ফুল সবুজের মাঝে নিয়ে
কদম গাছটি
বাড়ীর দক্ষিন পাশে দাড়ীয়ে!
ভরপুর বরষায় তিতাসের জল
চারি পাশে ছড়িয়ে,
কুচি কুচি ঢেউ জেন পাহারায়
মোদের গ্রাম জেন ঘুমিয়ে,
এমন রাতে মায়াময় বরষায়
নিজেও জানিনা এই মন
কোথায় সে হারায়!!
একাকী দাড়ীয়ে শশী,
বাতায়নের গ্রীল ঘেষে
জোছনা এসে পড়ছে খাটের পাশে!
নিদ্রাহীন দুটি আখি
অপলকে তাকিয়ে
উপমাহীন মোগ্ধতায়
অনুভবে মন গেল হারিয়ে!
দখিনা সমীরণ গায়ে মেখে
কদম ফুলের ঘ্রান,
অনায়াসে ছুটছে
চাঁদনী জেন পেল প্রান!
দিপ্রহর ঝল-মল রজনী
সহস্র ফুটন্ত ফুল সবুজের মাঝে নিয়ে
কদম গাছটি
বাড়ীর দক্ষিন পাশে দাড়ীয়ে!
ভরপুর বরষায় তিতাসের জল
চারি পাশে ছড়িয়ে,
কুচি কুচি ঢেউ জেন পাহারায়
মোদের গ্রাম জেন ঘুমিয়ে,
এমন রাতে মায়াময় বরষায়
নিজেও জানিনা এই মন
কোথায় সে হারায়!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মারুফা তামান্না ২৫/০৭/২০১৪বেশ ভাল।
-
মোঃওবায় দুল হক ২৫/০৭/২০১৪ধন্যবাদ সবায়কে শুভ কামনা রইল।
-
কবি মোঃ ইকবাল ২৪/০৭/২০১৪চমৎকার ভাবনার লিখনী।
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২৪/০৭/২০১৪সহজাত কবির প্রকৃতি-সমন্বিত মন! চমৎকার!
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৪/০৭/২০১৪বাহ বেশ লাগল। চমৎকার লেখনী।