www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অধরা স্বপ্নের সুখ

রাত সে- তো ছুঠছে
দিনের টানে,
দিন চলছে রাতের,

আমি চলছি আমার স্বপ্নের পেছনে;
আর স্বপ্ন গোলো তাড়া করছে আমাকে।

আমি ছুঠছি,কেবলই ছুঠছি স্বপ্ন নামের
আলেয়ার আলোর পেছনে।
আমি ক্লান্ত-আর আরপারছিনা
হতাসারা করছে আমায় আঘাত!

তবুও ছুঠছি স্বপ্ন ধরার পথে
ভাগ্যকে নিয়ে সাথে,
যদি সে ধরা দেয় আমার অধরা
স্বপ্নের পাখি সুখ।
→মোঃ ওবায়দুল হক
কোয়ালালোম পুর,মালায়শিয়া
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast