www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে হবি তুই আমার

কে তুই হবি আমার
কাছে চলে আয়,
কাটেনা সময় যে আর
আমি তোর অপেক্ষায় ।

অনুভবের সে পথে আমি
দু'হাত মেলে দাড়িয়ে,
স্বপ্ন গুলো মন আকাশে
তুকে নিয়ে ছড়িয়ে।

তিন সত্যি বলছি আমি
চিনতাম যদি তোরে,
চলে আসতাম তোর কাছে
সকল বাঁধন ছিড়ে!

চলে আয় বন্ধু তুই
আমার প্রেমে আমায় চেয়ে,
তুকে নিয়ে যাব আমার
তিতাস পাড়ের গায়ে।

নদীর পাড়ে সবুজ ঘাসে
বসব দুজন গা ঘেষে ,
ভাসব মোরা প্রেমের স্রুতে
ভালবাসার সুখ আবেশে।
Face book
Mdobaidul
[email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast