অস্পষ্টা তুমি
অস্পষ্টা তুমি ঘুরে বেড়াও
ফুলের মাঝে
জোছনা ছড়াও চাঁদে,
রং ধনুতে রং ছড়াও
রবিতে দাও কিরণ!
কুকিলের কন্ঠে গান দিয়ে যাও
রাখালের বাশিতে সুর,
রাতের আকাশে চাঁদ দিয়ে যাও
রাতের শেষে ভোঁর।
নদীর বুকে ঢেউ ছড়াও
বকুল ফুলে ঘ্রান,
সুর কারকে সুর দাও
গায়কের কন্ঠে গান!
আর আমার চোখে স্বপ্ন দিয়ে যাও
মনে ছড়াও আশা,
চিনিনা তোমায় কে তুমি?তবুও;
তোমার জন্য আমার অগাধ ভালবাসা ।
ফুলের মাঝে
জোছনা ছড়াও চাঁদে,
রং ধনুতে রং ছড়াও
রবিতে দাও কিরণ!
কুকিলের কন্ঠে গান দিয়ে যাও
রাখালের বাশিতে সুর,
রাতের আকাশে চাঁদ দিয়ে যাও
রাতের শেষে ভোঁর।
নদীর বুকে ঢেউ ছড়াও
বকুল ফুলে ঘ্রান,
সুর কারকে সুর দাও
গায়কের কন্ঠে গান!
আর আমার চোখে স্বপ্ন দিয়ে যাও
মনে ছড়াও আশা,
চিনিনা তোমায় কে তুমি?তবুও;
তোমার জন্য আমার অগাধ ভালবাসা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ০৭/০৬/২০১৪ধন্যবাদ ইকবাল ভাই&রুমা আপু।
-
কবি মোঃ ইকবাল ০৬/০৬/২০১৪দারুন!!! অসাধারন লিখেছেন ভাই।
-
রুমা চৌধুরী ০৬/০৬/২০১৪বাহ, ভাল লাগল। খুব সুন্দর কবিতা। শুভেচ্ছা রইল।