সে-২০০৫ সাল
সেদিন গুলো ছিল২০০৫ সাল
ক্লাস ছিল নাইন,
গোলাপি কালারের স্কুল ড্রেইসে
তোমায় লাগত যে কি ফাইন!
মেঠো পথে হেটে যেথে
মুখে থাকত তোমার মিঠি মিঠি হাশি
সে হাশি মোর ঘুম কারিত
মনে বাজত প্রেমের বাশী।
ঠিক ৯টায় দাড়ীয়ে থাকতাম
সেই রাস্তার বাকে,
নয়ন আমার ধন্য হতো
সে পথে তোমায় দেখে।
ক্লাস ছিল নাইন,
গোলাপি কালারের স্কুল ড্রেইসে
তোমায় লাগত যে কি ফাইন!
মেঠো পথে হেটে যেথে
মুখে থাকত তোমার মিঠি মিঠি হাশি
সে হাশি মোর ঘুম কারিত
মনে বাজত প্রেমের বাশী।
ঠিক ৯টায় দাড়ীয়ে থাকতাম
সেই রাস্তার বাকে,
নয়ন আমার ধন্য হতো
সে পথে তোমায় দেখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃওবায় দুল হক ০৪/০৬/২০১৪
-
জোছনা ভেজা মন ০৪/০৬/২০১৪খুব সুন্দর লাগলো আপনার কবিতা
-
কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪স্মৃতিময়ী একটি কাব্য। তবে বানানের দিকে একটু খেয়াল রাখবেন কবি।
-
এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪হেটে->হেঁটে
হাশি->হাসি
বাশী->বাঁশী
দাড়ীয়ে->দাড়িয়ে.
বাকে->বাঁকে -
রুমা চৌধুরী ০৩/০৬/২০১৪আর আজ ৯ ব্ছর পর? এখন কি অব্স্থা?
ভাল লাগল। শুভেচ্ছা রইল।
তাই অনেক বানানই সঠিক করে লিখতে পারিনা।তাই
দুঃখিত।ধন্যবাদ সবাইকে