সেই প্রেম
নয়নে দেখেছিলাম তাকে
এঁকেছিলাম হ্রিদয়ে,
নিজকেও ভাবিনি সে ভাবে
তাকে সাজিয়েছিলাম যা দিয়ে!
অন্তরে রেখছিলাম প্রিয়সি আমার
ভালবাসা আর ভালবাসা দিয়ে,
আমার স্বপ্ন আশা সবই ছিল
সে-মানশিকে নিয়ে।
পূতি ভোঁ রে কুড়য়ে বকুল
মালাগেঁথে তা দিয়ে,
ধন্য হতাম আমি সে মালা
তার গলে পড়িয়ে।
এলো মেলো হাতের লেখায় লেখত চিঠি
কতো যে সুন্দর করে সাজিয়ে,
মিঠতনা স্বাদ,বার বার পড়তাম
ঘুমতাম সে চিঠি বুকে নিয়ে।
ছলে বলে কতো কোশলে রোজ বিকলে
করতো দেখা নদীর পাড়ে গিয়ে,
যেখানে যে ভাবে হতো দেখা
একটি কবিতা লিখতাম তাকে নিয়ে
আমাত ধরনিটা ভরপুরছিল স্বপ্ন
শুধুই তার স্বপ্ন দিয়ে,
ভেবেছিলাম সুখি হব আমি
আমার সে ভালবাসাকে পেয়ে।
অবশেষে সাজিয়েছে সে
অন্যোর ঘর তার ভালবাসা দিয়ে,
আজ এত দিন পরেও প্রেম কাদে,কাদে প্রান
ভালবাস আমি কাদি তাকে না পেয়ে।
এঁকেছিলাম হ্রিদয়ে,
নিজকেও ভাবিনি সে ভাবে
তাকে সাজিয়েছিলাম যা দিয়ে!
অন্তরে রেখছিলাম প্রিয়সি আমার
ভালবাসা আর ভালবাসা দিয়ে,
আমার স্বপ্ন আশা সবই ছিল
সে-মানশিকে নিয়ে।
পূতি ভোঁ রে কুড়য়ে বকুল
মালাগেঁথে তা দিয়ে,
ধন্য হতাম আমি সে মালা
তার গলে পড়িয়ে।
এলো মেলো হাতের লেখায় লেখত চিঠি
কতো যে সুন্দর করে সাজিয়ে,
মিঠতনা স্বাদ,বার বার পড়তাম
ঘুমতাম সে চিঠি বুকে নিয়ে।
ছলে বলে কতো কোশলে রোজ বিকলে
করতো দেখা নদীর পাড়ে গিয়ে,
যেখানে যে ভাবে হতো দেখা
একটি কবিতা লিখতাম তাকে নিয়ে
আমাত ধরনিটা ভরপুরছিল স্বপ্ন
শুধুই তার স্বপ্ন দিয়ে,
ভেবেছিলাম সুখি হব আমি
আমার সে ভালবাসাকে পেয়ে।
অবশেষে সাজিয়েছে সে
অন্যোর ঘর তার ভালবাসা দিয়ে,
আজ এত দিন পরেও প্রেম কাদে,কাদে প্রান
ভালবাস আমি কাদি তাকে না পেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪চসৎকার লেখনী
-
অমর কাব্য ২৯/০৫/২০১৪সুন্দর
-
মোঃওবায় দুল হক ২৩/০৫/২০১৪ধন্যবাদ সবাই কে।
-
কবি মোঃ ইকবাল ২৩/০৫/২০১৪বাহ্! ভাই চমৎকার লিখেছেন।
-
সুরজিৎ সী ২৩/০৫/২০১৪খুবই ভালো লাগলো।
-
তাইবুল ইসলাম ২২/০৫/২০১৪খুবই মুগ্ধ হলাম
-
আহমদ বিন নুরুল ইসলাম ২২/০৫/২০১৪সুন্দর