তিতাস পাড়ের মেয়ে ২
মেঘনার মোহনায় গাথা
তিতাস নদীর পাড়ে,
সোনালি এক বিকেলে আমি
দেখেছিলাম তারে।
নদীর মতো চলা তার
চাঁদের মতো মুখ,
মেকঘের মতো চুল তার
পাগল করা রুপ!
হরিণি চোখ যে তার
ফুলের মতো হাশি ,
কী বলবব আর বন্ধুরা
আমি যে তার প্রেমে পড়ে গেছি!
তিতাস নদীর পাড়ে,
সোনালি এক বিকেলে আমি
দেখেছিলাম তারে।
নদীর মতো চলা তার
চাঁদের মতো মুখ,
মেকঘের মতো চুল তার
পাগল করা রুপ!
হরিণি চোখ যে তার
ফুলের মতো হাশি ,
কী বলবব আর বন্ধুরা
আমি যে তার প্রেমে পড়ে গেছি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ২০/০৫/২০১৪
-
মোঃওবায় দুল হক ২০/০৫/২০১৪ধন্যবাদ
-
এস,বি, (পিটুল) ১৯/০৫/২০১৪wow
-
কবি মোঃ ইকবাল ১৯/০৫/২০১৪চমৎকার লিখেছেন ওবায়দুল ভাই।
আন্তরিক শুভেচ্ছা রইল ও আমার পাতায় আসার জন্য কবিকে আমন্ত্রণ রইল।