চাওয়া
এত চাওয়া মনে আর ধরেনা
তবুওথ চাই যাকে তার মন নড়েনা,
তার কামনা আমার স্বপ্ন কল্পনা
দিয়ে যায় পাওয়ার চেতনা
প্রেমের নদীটা ভর পুর ভালবাসার জল
তাকে পাওয়ার আশে হয়েছে পাগল!
তার কাছে যত রাখি মনের দাবি
মিঠি মিঠি হেসে বলে;এ সবের মানে কী?
সে ভালবাসেকী বাসেনা মনে আজ
বুজতে না পাড়ার ব্যকুলতা,
তার হাশি মাখা মিষ্ঠি কন্ঠযে
মনে জড়িয়ে গেছে হয়ে প্রেম লতা।
মিষ্ঠি হেসে বলে' মানেকী'
আমি শুনে তাকিয়ে থাকি।
কী যে অজানা রহস্য লোকিয়ে
হাশিতে তার,ভেবে আমি ব্যকুল।
তবুওথ চাই যাকে তার মন নড়েনা,
তার কামনা আমার স্বপ্ন কল্পনা
দিয়ে যায় পাওয়ার চেতনা
প্রেমের নদীটা ভর পুর ভালবাসার জল
তাকে পাওয়ার আশে হয়েছে পাগল!
তার কাছে যত রাখি মনের দাবি
মিঠি মিঠি হেসে বলে;এ সবের মানে কী?
সে ভালবাসেকী বাসেনা মনে আজ
বুজতে না পাড়ার ব্যকুলতা,
তার হাশি মাখা মিষ্ঠি কন্ঠযে
মনে জড়িয়ে গেছে হয়ে প্রেম লতা।
মিষ্ঠি হেসে বলে' মানেকী'
আমি শুনে তাকিয়ে থাকি।
কী যে অজানা রহস্য লোকিয়ে
হাশিতে তার,ভেবে আমি ব্যকুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১২/০৫/২০১৪
-
এস,বি, (পিটুল) ১১/০৫/২০১৪Sundor
-
কবি মোঃ ইকবাল ১০/০৫/২০১৪অসাধারণ লিখনী।
খুব ভালো লাগলো কবিবন্ধু।
"এডমিন এবং ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি" নামক একটি ব্লগ লিখেছি। যেখানে "তারুণ্য"কে কীভাবে আরো জমজমাট ও জনপ্রিয় করে তোলা যায় তার জন্য সকল ব্লগারদের মূল্যবান মতামত চাওয়া হয়েছে। উক্ত ব্লগে এডমিন নিজেই আমাদের অর্থাৎ সকল ব্লগারদের মতামত চেয়েছেন।
তাই আপনার মূল্যবান মতামত একান্ত কাম্য।
আশারাখি উক্ত ব্লগটি পড়বেন।