বালিকা
নয়নের আলো মুগ্ধ করেছে
অপরূপা এক ললনা,
অজানা সে ভাষা যে,কথায়
করব তার উপমা!
কবির কবিতায়,শিল্পির গান থেকে
খুঁজি তার রুপের অলংকার,
নেই,কোথাও মিল নেই
সে-অসাধারন বালিকার!
জোছনার রাতের শশী
ঊষারে বিকশিত ফুল,
উপমা করিতে গেলে
মন বলে হয়ে যাচ্ছে ভুল
[email protected]
অপরূপা এক ললনা,
অজানা সে ভাষা যে,কথায়
করব তার উপমা!
কবির কবিতায়,শিল্পির গান থেকে
খুঁজি তার রুপের অলংকার,
নেই,কোথাও মিল নেই
সে-অসাধারন বালিকার!
জোছনার রাতের শশী
ঊষারে বিকশিত ফুল,
উপমা করিতে গেলে
মন বলে হয়ে যাচ্ছে ভুল
[email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪sundor kobita ta.