সে দিনের কথা
অতিথের কথা মনে পড়ে
আর সব কিছই তোমায় ঘিরে,
সে সব দিনের কথা ভুলে
নয়নে আকতে চায় সাময়িক স্বপ্ন!
সব রকম চেষ্ঠা ব্যারথ ;স্রিতি গুলো- যে
অনড় ভাবে পাহারায়।
মাঝে মাঝ বড় বিরক্ত হয়
স্রিতি গুলোর উপর,
কেন ধরনিতে স্রিতি?
কেন স্রিতির তারা সবসয়?
স্রিতি না থাকলে হয়তো
তোমাকে ভুলতে পারতাম।
মাঝে মাঝে প্রশ্ন যাগে মনে
স্রিতির পথ চলাকী শুধু আমার মাঝে
না তোমার মাঝে ও আছে?
যদি থাকে তাহলে কি তোমার স্রিতির আয়নায়
একবার ও কী ভেসে উঠেনা তোমার
সে দিনের কথা???
আর সব কিছই তোমায় ঘিরে,
সে সব দিনের কথা ভুলে
নয়নে আকতে চায় সাময়িক স্বপ্ন!
সব রকম চেষ্ঠা ব্যারথ ;স্রিতি গুলো- যে
অনড় ভাবে পাহারায়।
মাঝে মাঝ বড় বিরক্ত হয়
স্রিতি গুলোর উপর,
কেন ধরনিতে স্রিতি?
কেন স্রিতির তারা সবসয়?
স্রিতি না থাকলে হয়তো
তোমাকে ভুলতে পারতাম।
মাঝে মাঝে প্রশ্ন যাগে মনে
স্রিতির পথ চলাকী শুধু আমার মাঝে
না তোমার মাঝে ও আছে?
যদি থাকে তাহলে কি তোমার স্রিতির আয়নায়
একবার ও কী ভেসে উঠেনা তোমার
সে দিনের কথা???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ আহমেদ শাওন ০৫/০৩/২০১৪ভাল হয়েছে।