প্রীতি মোহনা
আমার আত্তার অন্তর
ভোঁরের বিকশিত ফুল,
চিত্তের প্রীতি মোহনা
খড়া বকের বাদল।
হ্রদয় আকাশে রংধনু
বিকেলের সমীরন,
রাতের নিদ্রাহীনতা
দিনের অলসতা।
আমার কবিতার কথা
গুন গুনিয়ে গাওয়া গীত
আমার কল্পনা ধরনি
মন আকাশের শশী।
বয়ে চলা নদী
বসন্তের কুকিলের গান,
বেচে থাকার নিশ্বাস সে
আমার প্রান!
ভোঁরের বিকশিত ফুল,
চিত্তের প্রীতি মোহনা
খড়া বকের বাদল।
হ্রদয় আকাশে রংধনু
বিকেলের সমীরন,
রাতের নিদ্রাহীনতা
দিনের অলসতা।
আমার কবিতার কথা
গুন গুনিয়ে গাওয়া গীত
আমার কল্পনা ধরনি
মন আকাশের শশী।
বয়ে চলা নদী
বসন্তের কুকিলের গান,
বেচে থাকার নিশ্বাস সে
আমার প্রান!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।