আমার সীমানা ছাড়িয়ে তুমি
ভাল লাগার পথ ধরে হাটতে হাটতে
পেয়ে ছিলাম প্রেমের সাক্ষাত,
আর সে প্রেমের পবনে দোলে
তুমি হয়ে ছিলে আমার নিশ্বাস!
লোকে বলে ক্ষুনিকের প্রয়জনে তুমি
আমার সাথে করে ছিলে অভিনয়,
বিশ্বাস করিনা আমি এতো কিছু ঘটে যাওয়া
কী করে হয় ছলনা?
মানব শূন্য নদীর পাড়ে একাকী বসে থাকি
তোমার ভাবনা গুলো করে আময় আক্রমন,
অনুভবের ঘোর অন্ধকারে কল্পনার চেরাগ জ্বালিয়ে
যখন হয় বাস্তব মুখি,
তখন বুঝতে পারি টিকই তুমিযে আর আমার নেই
আমার সীমানা ছাড়িয়ে চলে গেছো
চন্দ্র থেকেও দূরে।
পেয়ে ছিলাম প্রেমের সাক্ষাত,
আর সে প্রেমের পবনে দোলে
তুমি হয়ে ছিলে আমার নিশ্বাস!
লোকে বলে ক্ষুনিকের প্রয়জনে তুমি
আমার সাথে করে ছিলে অভিনয়,
বিশ্বাস করিনা আমি এতো কিছু ঘটে যাওয়া
কী করে হয় ছলনা?
মানব শূন্য নদীর পাড়ে একাকী বসে থাকি
তোমার ভাবনা গুলো করে আময় আক্রমন,
অনুভবের ঘোর অন্ধকারে কল্পনার চেরাগ জ্বালিয়ে
যখন হয় বাস্তব মুখি,
তখন বুঝতে পারি টিকই তুমিযে আর আমার নেই
আমার সীমানা ছাড়িয়ে চলে গেছো
চন্দ্র থেকেও দূরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।