অনামিকা
দেখিনি কোনদিন তোমায়
যানিনা তোমার ঠিকানা,
হে অচেনা অনামিকা,কোথায় তুমি?
কোথায় তোমার বসবাস?
আমার কল্পনার সারা গায়ে তুমি
তোমার চলা, অস্পষ্ট মুখ যে মুখ
আমাকে সপ্নে ভাসায়।
অলেয়ার আলো তুমি অনুভবে
খেলা কর আমার শনে,
আমিতো পরে গেছি তোমার প্রেমে!
ভালবাসি তোমায় হে আমার
সপ্ন মানসী,
খোজে চলি তোমায়,কোথায় তূমি?
সাগরের ঢেউয়ে,নদীর মোহনায়,
মেঘের দোলায়,বাতাসের গায়,
কবির কবিতায়,গায়কের গানে,
কোথায় না খোজি তোমায়?
যানিনা তোমার ঠিকানা,
হে অচেনা অনামিকা,কোথায় তুমি?
কোথায় তোমার বসবাস?
আমার কল্পনার সারা গায়ে তুমি
তোমার চলা, অস্পষ্ট মুখ যে মুখ
আমাকে সপ্নে ভাসায়।
অলেয়ার আলো তুমি অনুভবে
খেলা কর আমার শনে,
আমিতো পরে গেছি তোমার প্রেমে!
ভালবাসি তোমায় হে আমার
সপ্ন মানসী,
খোজে চলি তোমায়,কোথায় তূমি?
সাগরের ঢেউয়ে,নদীর মোহনায়,
মেঘের দোলায়,বাতাসের গায়,
কবির কবিতায়,গায়কের গানে,
কোথায় না খোজি তোমায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ আহমেদ শাওন ২৫/০২/২০১৪
বাস্তবে আমি তাকে বারবার খুঁজে ফিরি।