দুই নারী
একটি নারীর জীবন নিয়ে সারা ক্ষণে থাকি,
হাজার রূপে সাজিয়ে মন খুশির চেষ্টায় রাখি...
একটি নারীর ভয়ে আমার ঘুম হয়না ঘরে,
কখন জানি ষড়যন্ত্রের জালে আমায় ধরে।
একটি নারীকে দেখলে আমার স্বপ্ন গুলো জাগে,
নতুন করে বেচে থাকার ইচ্ছা আমার লাগে।
একটি নারীর দেখে আমার ক্ষোভ জেগেছে মনে,
এই নারীটি জন্ম নেওয়া ভুলের সন্ধিক্ষণে।
এই নারীটি সকল নারীর মুখ করেছে কালা,
এই নারীটি দুনিয়াতে না থাকাই ভালা।
যে নারীকে দেখলে পরে লাগে মনে ভয়,
এই নারীটি নারী জাতির কলঙ্ক অধ্যায়।
নারী তোমায় দেখলে পরে যুদ্ধে নর জয়ী
যে নারীকে দেখে আমার কলিজা যায় ক্ষয়ী...।
নারী জন্য যুদ্ধ নেমে বিশ্ব মুঠোয় আনি,
জীবন জুড়ে ভালোবাসা তোমার জন্য টানি।
নারী তোমার স্বার্থের জন্য ষড়যন্ত্র লিপ্ত,
তোমার জন্য তীব্র ক্ষোভের অভিশাপে ক্ষিপ্ত।
হাজার রূপে সাজিয়ে মন খুশির চেষ্টায় রাখি...
একটি নারীর ভয়ে আমার ঘুম হয়না ঘরে,
কখন জানি ষড়যন্ত্রের জালে আমায় ধরে।
একটি নারীকে দেখলে আমার স্বপ্ন গুলো জাগে,
নতুন করে বেচে থাকার ইচ্ছা আমার লাগে।
একটি নারীর দেখে আমার ক্ষোভ জেগেছে মনে,
এই নারীটি জন্ম নেওয়া ভুলের সন্ধিক্ষণে।
এই নারীটি সকল নারীর মুখ করেছে কালা,
এই নারীটি দুনিয়াতে না থাকাই ভালা।
যে নারীকে দেখলে পরে লাগে মনে ভয়,
এই নারীটি নারী জাতির কলঙ্ক অধ্যায়।
নারী তোমায় দেখলে পরে যুদ্ধে নর জয়ী
যে নারীকে দেখে আমার কলিজা যায় ক্ষয়ী...।
নারী জন্য যুদ্ধ নেমে বিশ্ব মুঠোয় আনি,
জীবন জুড়ে ভালোবাসা তোমার জন্য টানি।
নারী তোমার স্বার্থের জন্য ষড়যন্ত্র লিপ্ত,
তোমার জন্য তীব্র ক্ষোভের অভিশাপে ক্ষিপ্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০২/২০২৩সুন্দর কাব্যিক নিবেদন।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০২/২০২৩বেশ লাগলো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০২/২০২৩সুন্দর প্রকাশ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০২/২০২৩সুন্দর কাব্য
-
ফয়জুল মহী ১৬/০২/২০২৩সুন্দর বুনন প্রিয় ।
-
অভিজিৎ হালদার ১৬/০২/২০২৩সুন্দর ভাবনা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০২/২০২৩দারুণ