আমার কবিতা তুমি
আমার লেখার কালি আধুনিক হয়ে গেছে
তুমিও এখন হয়েছ তথ্যপ্রযুক্তি যুগের,
তুমি হয়েছ কবিতা অষ্টাদশী যুবতীর
তুমি রয়েছ অন্যত্র মিশে আছ বন্ধুদের।
আমার লেখার ভাষা বিরহের ধারা বয়ে
যখন তোমার কাছে আমি হয়ে যাই দূর,
হয়তো আকাশ জুড়ে দিগন্তে হারায় নীল
তুমি হৃদয়ে ডোবলে কাছে থাকে বহুদূর।
আমার কবিতা তুমি কানেরই ছন্দ দুল
তুমি আমার কবিতা গলার ছন্দ চ্যাইন
আমার কবিতা তুমি পায়ের ছন্দ পায়েল
তুমি আমার কবিতা আঙ্গুলের ছন্দ আন্টি।
তুমি পরলে এগুলো কবিতা স্বার্থক হয়
আমিও স্বার্থক হই তোমার রুপ ভাসলে।
তুমিও এখন হয়েছ তথ্যপ্রযুক্তি যুগের,
তুমি হয়েছ কবিতা অষ্টাদশী যুবতীর
তুমি রয়েছ অন্যত্র মিশে আছ বন্ধুদের।
আমার লেখার ভাষা বিরহের ধারা বয়ে
যখন তোমার কাছে আমি হয়ে যাই দূর,
হয়তো আকাশ জুড়ে দিগন্তে হারায় নীল
তুমি হৃদয়ে ডোবলে কাছে থাকে বহুদূর।
আমার কবিতা তুমি কানেরই ছন্দ দুল
তুমি আমার কবিতা গলার ছন্দ চ্যাইন
আমার কবিতা তুমি পায়ের ছন্দ পায়েল
তুমি আমার কবিতা আঙ্গুলের ছন্দ আন্টি।
তুমি পরলে এগুলো কবিতা স্বার্থক হয়
আমিও স্বার্থক হই তোমার রুপ ভাসলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ০৪/০৭/২০২১চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৭/২০২১বাঃ