ভাঙ্গা গড়ার শব্দ
অনেক ভেঙেছে আবার গড়েছে খর কুটে ঘর
প্রথম ভেঙেছে নরম মনের কোমল আস্তা
তারপর ভাঙে আমার হাঁটুটি সুন্দর চোখ
অবশেষে দেখি হয়ে গেছ এক দারুণ সস্তা।
এবার ভাঙার আওয়াজ শুনি বুড়োদের দেহ
শীতের রাতের দুর্বল দেহ অচল শরীর,
খবর শুনেছি গোপনে তারই একা রাত্রির
অবহেলা করে রেখেছে স্বজন বুড়ো গাতে ধীর।
এবার শুনেছি ভেঙেছে চালাটি গরিব চাষির
ঠিক ও করেছে আত্বীয় মিলে তার গড়েছেন
ভাঙার শব্দ অনেক শুনেছি ঘরের ভেতর
টুকিটাকি যত গ্লাস বোতল কথা বুঝেছেন।
প্রথম ভেঙেছে নরম মনের কোমল আস্তা
তারপর ভাঙে আমার হাঁটুটি সুন্দর চোখ
অবশেষে দেখি হয়ে গেছ এক দারুণ সস্তা।
এবার ভাঙার আওয়াজ শুনি বুড়োদের দেহ
শীতের রাতের দুর্বল দেহ অচল শরীর,
খবর শুনেছি গোপনে তারই একা রাত্রির
অবহেলা করে রেখেছে স্বজন বুড়ো গাতে ধীর।
এবার শুনেছি ভেঙেছে চালাটি গরিব চাষির
ঠিক ও করেছে আত্বীয় মিলে তার গড়েছেন
ভাঙার শব্দ অনেক শুনেছি ঘরের ভেতর
টুকিটাকি যত গ্লাস বোতল কথা বুঝেছেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ৩০/১২/২০২০চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ হে সুপ্রিয় কবি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/১২/২০২০ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১২/২০২০ভাল।
-
ফয়জুল মহী ২৮/১২/২০২০সুন্দর একটি লেখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/১২/২০২০এ জীবন ভাঙ্গা গড়ার খেলা।