দৃষ্টির আড়ালে পশুত্ব
দিনের আলোর গভীরে লুকানো অনেক অন্ধকার,
চোখেও পড়ে না দৃষ্টির ঘন আবছা কুয়াশা মাখা,
অর্থের নেশা কুড়ে খেয়ে গেছে সজাগ মস্তিষ্ক
ক্ষমতার বল সারাদেহ মাখা কৃত্রিম পৃথিবী আঁকা।
মিথ্যার জোর ছাপিয়ে গিয়েছে সবুজের গলি
মানুষের হাঁটে তুচ্ছ মানুষ মানুষের অপমান,
মানুষ করছে মানুষকে নিচু কিবা হবে ফরমান
নারীদের লাগি জগত সাজানো মুছে কেন সম্মান।
অনেক জুলুম দিন করে যায় দৃষ্টির আড়ালে
চোখে পড়ে কারো একবার ও না কারো,
সাহস নেই তো মুখ উচ্চারে কেমন পৃথিবী
কৃত্রিম পৃথিবী তৈরি মুখোশে কাঠে জড়োসড়ো।
এমন বসুধা চাইনা আমরা সকাল দীপ্ত লোকে
আতঙ্কিতে ও চাইনা আমরা উত্তপ্ত মরুভূমি
আমরা কেবল শান্তি টা চাই দিনের সর্বলোকে
আমরা কেবল শান্তি টা চাই নয় উত্তাল ভূমি।
চোখেও পড়ে না দৃষ্টির ঘন আবছা কুয়াশা মাখা,
অর্থের নেশা কুড়ে খেয়ে গেছে সজাগ মস্তিষ্ক
ক্ষমতার বল সারাদেহ মাখা কৃত্রিম পৃথিবী আঁকা।
মিথ্যার জোর ছাপিয়ে গিয়েছে সবুজের গলি
মানুষের হাঁটে তুচ্ছ মানুষ মানুষের অপমান,
মানুষ করছে মানুষকে নিচু কিবা হবে ফরমান
নারীদের লাগি জগত সাজানো মুছে কেন সম্মান।
অনেক জুলুম দিন করে যায় দৃষ্টির আড়ালে
চোখে পড়ে কারো একবার ও না কারো,
সাহস নেই তো মুখ উচ্চারে কেমন পৃথিবী
কৃত্রিম পৃথিবী তৈরি মুখোশে কাঠে জড়োসড়ো।
এমন বসুধা চাইনা আমরা সকাল দীপ্ত লোকে
আতঙ্কিতে ও চাইনা আমরা উত্তপ্ত মরুভূমি
আমরা কেবল শান্তি টা চাই দিনের সর্বলোকে
আমরা কেবল শান্তি টা চাই নয় উত্তাল ভূমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/১০/২০২০চমৎকার।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/১০/২০২০দারুন
-
আব্দুর রহমান আনসারী ১৯/১০/২০২০চরম বাস্তবতার উপস্থাপনা
-
কুমারেশ সরদার ১৯/১০/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/১০/২০২০brilliant
-
ফয়জুল মহী ১৮/১০/২০২০নন্দিত উপস্থাপন .