ভোলা বাসি
গ্রাম গঞ্জে নগর জুড়ে খেটে খাওয়ার সংখ্যালঘু,
দফায় দফায় নদী ভাঙ্গন বন্যা দিয়ে করে কাবু ।
এই শহুরে এই নগরে মানুষ গুলি সাধারণ,
মাথা তুলে লড়াই করে বেঁচে থাকার জনগণ।
এতো দুর্যোগ এত ঝড়ে বেঁচে থাকে লোকালয়,
সবকিছুতে জয় করিছে মাথা তুলে করে জয়।
আমরা জাতি লড়াকু জাত এই কথাটি বলিক্ষণ
চিকিত্সাতে নাই উন্নত দৌড়ি যাচ্ছে বরিশাল,
নদী পথে দূর সীমানা এটা দুর্ভোগ ভোলার হাল।
চারদিকে ওই নদী নালা সরক পথের নাইরে চল,
জল স্রোতে ভোলা বাসি ভিন্ন খণ্ড ঘোলাজল ।
ফুলে ফলে চাষ ফসলে আবার যেন ভরে মন।
এই সাধারণ এই লোকালয় এইরে হলো জনগণ
সহজ সরল মানুষ গুলি সহজ জীবন হলোপন ।
এদের মাঝে দুরারোগ্য যদি আসে করোনা
কোথায় যাবে এই জনতা কেমন হবে নমুনা...
চাই সচেতন চাই জিতিতে এইযে হলো দৃঢ়পন
গানের কবিতা
দফায় দফায় নদী ভাঙ্গন বন্যা দিয়ে করে কাবু ।
এই শহুরে এই নগরে মানুষ গুলি সাধারণ,
মাথা তুলে লড়াই করে বেঁচে থাকার জনগণ।
এতো দুর্যোগ এত ঝড়ে বেঁচে থাকে লোকালয়,
সবকিছুতে জয় করিছে মাথা তুলে করে জয়।
আমরা জাতি লড়াকু জাত এই কথাটি বলিক্ষণ
চিকিত্সাতে নাই উন্নত দৌড়ি যাচ্ছে বরিশাল,
নদী পথে দূর সীমানা এটা দুর্ভোগ ভোলার হাল।
চারদিকে ওই নদী নালা সরক পথের নাইরে চল,
জল স্রোতে ভোলা বাসি ভিন্ন খণ্ড ঘোলাজল ।
ফুলে ফলে চাষ ফসলে আবার যেন ভরে মন।
এই সাধারণ এই লোকালয় এইরে হলো জনগণ
সহজ সরল মানুষ গুলি সহজ জীবন হলোপন ।
এদের মাঝে দুরারোগ্য যদি আসে করোনা
কোথায় যাবে এই জনতা কেমন হবে নমুনা...
চাই সচেতন চাই জিতিতে এইযে হলো দৃঢ়পন
গানের কবিতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০২/০৫/২০২০অসম্ভব সুন্দর কবিতা
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৪/২০২০ভোলাবাসীর কস্টের কথা বর্ণনা করা হয়েছে মনোরমভাবে।
-
হুসাইন দিলাওয়ার ২৫/০৪/২০২০সুন্দর
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৫/০৪/২০২০বেশ ভালো।
-
ফয়জুল মহী ২৫/০৪/২০২০শুভেচ্ছা । দোয়া রইলো আপনিও করবেন I
-
ডঃ নাসিদুল ইসলাম ২৫/০৪/২০২০Valo