লোভী মানুষ
আকাশ যদি কাছে থাকত
হয়ে যেতো হাজার মাপেই ভাগ,
কে নিবে তাই ঘুম হতোনা
কার পিছে কে ছুটত আগেভাগ।
নদীর মাঝে তলোর দেশের
জমি গুলো পেতো হাতেই লাগুর,
জলজ জীবই ঠুন্ডা কইরা
গুঁড়ো করতো হাতের চুড়ো মুগুর।
গভীর বনের গভীরতা যদি
পাইতো নাকের ডগার নাগাল,
মানুষ গুলোর ভোরের আগেই
সকাল হইছে দিতো জাগাল।
যদি আকাশ পেয়ে যেতো
না থাকিতো নেয়ার ওজন ভার হাল,
তাহলেও অবহেলার ধ্যান বসিয়ে
উঠাই দিতো গার ছাল।
আর যদিবা পাইতে গিয়ে সকল কিছু
যদি যাইতো মিছি,
বড়োর দোষে মুদ্রা দোষী কোথায় থেকে
আর তা আমরা নিছি।
আকাশ যদি মাটি হতো মাটির কাছে
বলতো শোনছ কী,
মাটির উপর ময়লা ফেলে বলতো
নিচু মাটি এতো ছি।
মানুষ যদি বাতাসের গাঁয়
মিশে মিশে উড়ে পারতো যেতে,
তাহার পিছুট কাছে পাওয়ার
বড্ড মুশকিল হতো কাছে পেতে।
তবু যদি পানির উপর দুটি পায়ে কভু
হাটা যেতো,
বহু আগে পানির উপর
ইচ্ছে করে গিয়ে হোঁচট খেতো।
হয়ে যেতো হাজার মাপেই ভাগ,
কে নিবে তাই ঘুম হতোনা
কার পিছে কে ছুটত আগেভাগ।
নদীর মাঝে তলোর দেশের
জমি গুলো পেতো হাতেই লাগুর,
জলজ জীবই ঠুন্ডা কইরা
গুঁড়ো করতো হাতের চুড়ো মুগুর।
গভীর বনের গভীরতা যদি
পাইতো নাকের ডগার নাগাল,
মানুষ গুলোর ভোরের আগেই
সকাল হইছে দিতো জাগাল।
যদি আকাশ পেয়ে যেতো
না থাকিতো নেয়ার ওজন ভার হাল,
তাহলেও অবহেলার ধ্যান বসিয়ে
উঠাই দিতো গার ছাল।
আর যদিবা পাইতে গিয়ে সকল কিছু
যদি যাইতো মিছি,
বড়োর দোষে মুদ্রা দোষী কোথায় থেকে
আর তা আমরা নিছি।
আকাশ যদি মাটি হতো মাটির কাছে
বলতো শোনছ কী,
মাটির উপর ময়লা ফেলে বলতো
নিচু মাটি এতো ছি।
মানুষ যদি বাতাসের গাঁয়
মিশে মিশে উড়ে পারতো যেতে,
তাহার পিছুট কাছে পাওয়ার
বড্ড মুশকিল হতো কাছে পেতে।
তবু যদি পানির উপর দুটি পায়ে কভু
হাটা যেতো,
বহু আগে পানির উপর
ইচ্ছে করে গিয়ে হোঁচট খেতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৩/২০১৯মানুষ কেন লোভী হয়?
-
আব্দুল হক ০৫/০৩/২০১৯ধন্যবাদ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/০৩/২০১৯দারুণ