আমি অক্ষতো
আমার জন্য কিছু লেখা খুব কঠিনতর,
দুঃখের জঞ্জাল করা বাসোবাস,
দেহো খোসা খস খস পোড়া
হৃদয় বিচূর্ণ দুঃখ বসত দহন দীর্ঘশ্বাস ।
আমার ভেতর খুবই অনল পুড়ে ছাড়খার
ক্ষতো ঝর্ঝা মৃণ্ময় চিন্ময় লগ্নিত ,
আমার দেহে লেখা আছে এক অবিচার
অনাচারেই অযত্ন তাঁত পুরহিত।
আমার মাঝে প্রেম জাগছিল ধুলায় মিশে
বালির সাথে গেছে ধুলির সাথ।
আমি কুণ্ঠিত অবহেলার দ্বার প্রান্তে
সচেতন হই অচিন মানুষ পাত।
আমার গড়া বিশ্বাস নিয়ে কিনচৎ মক্ত
প্রক্ত আছে দেখি সবই চেয়ে,
আমার লাগা উদ্যান ভরা ফুল ফলেরেই
ছাগল খেলো মুড়ে মুড়ে খেয়ে ।
আমার বাহির চকচক হাসির রোমোহিতো
একটি সুন্দর ফুলের নবগঠন বাগান,
আমি যুবক আমার সম্ভব মিছিল তালির
উচ্চাস মিথ্যার কপাট ভাঙার শ্লোগান ।
দুঃখের জঞ্জাল করা বাসোবাস,
দেহো খোসা খস খস পোড়া
হৃদয় বিচূর্ণ দুঃখ বসত দহন দীর্ঘশ্বাস ।
আমার ভেতর খুবই অনল পুড়ে ছাড়খার
ক্ষতো ঝর্ঝা মৃণ্ময় চিন্ময় লগ্নিত ,
আমার দেহে লেখা আছে এক অবিচার
অনাচারেই অযত্ন তাঁত পুরহিত।
আমার মাঝে প্রেম জাগছিল ধুলায় মিশে
বালির সাথে গেছে ধুলির সাথ।
আমি কুণ্ঠিত অবহেলার দ্বার প্রান্তে
সচেতন হই অচিন মানুষ পাত।
আমার গড়া বিশ্বাস নিয়ে কিনচৎ মক্ত
প্রক্ত আছে দেখি সবই চেয়ে,
আমার লাগা উদ্যান ভরা ফুল ফলেরেই
ছাগল খেলো মুড়ে মুড়ে খেয়ে ।
আমার বাহির চকচক হাসির রোমোহিতো
একটি সুন্দর ফুলের নবগঠন বাগান,
আমি যুবক আমার সম্ভব মিছিল তালির
উচ্চাস মিথ্যার কপাট ভাঙার শ্লোগান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০১৮আচ্ছা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/১১/২০১৮চমৎকার