নববর্ষ মানে নতুন
নব বর্ষ মানে নতুন আঙ্গিক
নতুন সূচনা ভরা মৌসুমি আগমন,
নবমীত আলোকে দৃষ্টিনজর,
নববর্ষ অপেক্ষায় ছিলাম পুরানো
তারিখ বিদায় টা দেবার সচরাচর।
নববর্ষ মানে তারিখ দিন মাস
কখনো শেষের সংখ্যা কখনো মাঝ
সংখ্যার পরিবর্তন,
নববর্ষ মানে পুরাতন বিদায়
আজ নতুন দিনের শব্দ আবর্তন।
নববর্ষ বর্ষের প্রতি বছর রের
আরেকটি পথ অগ্র যাত্রা,
নববর্ষ কৃষক শ্রমিক চাকুরি জীবটির
নতুন আলোকের পদ মাত্রা।
নববর্ষ মানে পাল্ট যাব নতুন করে
নতুন পৃথিবীর পূর্বাভাস,
নববর্ষ পহেলা বৈশাখ, জানুয়ারি মাস
একটি বছরের সমাপ্তির একরাশ।
নববর্ষ স্কুল মাদ্রাসা আমেশ রেস
নতুনের কলম খাতা,
নববর্ষ মানে নতুন লাগে সবকিছু !
পরশ ছোঁয়ার বারতা।
নববর্ষ দুঃখ যাতন সুখ মুর্ছনায়
পাড় হল মাঝির এক বছর নদী,
নববর্ষ মানে নতুন রাজার রাজ্য
খেলার বসল প্রকৃত স্বত্বের গদি।
নববর্ষ যথা পাড় হলাম সবাই
৩৬৫ দিন ১২ মাসের সাক্কা।
নতুন একটি পৃথিবীর রাস্তায়
পুরাতন মারল জোড়ে ধাক্কা ।
নববর্ষ এক নতুন অঙ্গীকার
নতুনের আলোকের জয়গান,
নববর্ষ হউক সবার জন্য
সুন্দর পৃথিবীর উদ্যান ।
নতুন সূচনা ভরা মৌসুমি আগমন,
নবমীত আলোকে দৃষ্টিনজর,
নববর্ষ অপেক্ষায় ছিলাম পুরানো
তারিখ বিদায় টা দেবার সচরাচর।
নববর্ষ মানে তারিখ দিন মাস
কখনো শেষের সংখ্যা কখনো মাঝ
সংখ্যার পরিবর্তন,
নববর্ষ মানে পুরাতন বিদায়
আজ নতুন দিনের শব্দ আবর্তন।
নববর্ষ বর্ষের প্রতি বছর রের
আরেকটি পথ অগ্র যাত্রা,
নববর্ষ কৃষক শ্রমিক চাকুরি জীবটির
নতুন আলোকের পদ মাত্রা।
নববর্ষ মানে পাল্ট যাব নতুন করে
নতুন পৃথিবীর পূর্বাভাস,
নববর্ষ পহেলা বৈশাখ, জানুয়ারি মাস
একটি বছরের সমাপ্তির একরাশ।
নববর্ষ স্কুল মাদ্রাসা আমেশ রেস
নতুনের কলম খাতা,
নববর্ষ মানে নতুন লাগে সবকিছু !
পরশ ছোঁয়ার বারতা।
নববর্ষ দুঃখ যাতন সুখ মুর্ছনায়
পাড় হল মাঝির এক বছর নদী,
নববর্ষ মানে নতুন রাজার রাজ্য
খেলার বসল প্রকৃত স্বত্বের গদি।
নববর্ষ যথা পাড় হলাম সবাই
৩৬৫ দিন ১২ মাসের সাক্কা।
নতুন একটি পৃথিবীর রাস্তায়
পুরাতন মারল জোড়ে ধাক্কা ।
নববর্ষ এক নতুন অঙ্গীকার
নতুনের আলোকের জয়গান,
নববর্ষ হউক সবার জন্য
সুন্দর পৃথিবীর উদ্যান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০১/০৪/২০১৮বেশ তো।
-
আব্দুল হক ৩০/০৩/২০১৮বেশ সুন্দর
-
কাজী জহির উদ্দিন তিতাস ৩০/০৩/২০১৮দারুন একটি কবিতা উপহার দেয়ার জন্য কবিকে ধন্যবাদ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৩/২০১৮দারুন উপস্থাপনা
-
মীর মুহাম্মাদ আলী ৩০/০৩/২০১৮অনেক ভালো কবিতা।