বাসন্তী শুভেচ্ছা
ওগো বসন্ত এসেছে ধরায়
পলাশ শিমুলের ছড়াছড়ি,
গাছের ডগায় ফুল ঝুড়ি ঝুড়ি।
মাখিয়াছে রঙনা চারিধার,
ফুর ফুরে বাতাসে প্রকৃতি মুগ্ধতার আচার।
কুকিলের কুহু কুহু মাদলির কুহুতান,
প্রেমিকের মন করে, আজি করে আনচান।
কৃষ্ণচূড় লালে ডালে ভরছে আজকাল,
আকাশের ওড়াউড়ি পাখির,গোধূলির বৈকাল।
আম্রের ফোটানো' ছরি ছরি মুকুলের প্রসূন।
নৃত্যের তালে তালে নুপুরের ঝুন ঝুন,
ভোমরার ঝাঁকে ঝাঁকে ছড়ানো গুনগুন।
বাসন্তীর বারনে তরুণির হলুদের শাড়ি,
নতুনের স্বগত লাবণ্যে তারুণ্যের পুজোরি।
হিমতার রূপ রেসের জড়তার অবসান,
প্রাণীকুলে নিঃশ্বাসের বাঁচিবার প্রাণদান।
স্বর্গের অনুরাগে সুবাসিত উপমিত অঞ্চল,
ফাগুনের সজ্জিত সঞ্চিতের হাত পা চঞ্চল।
রাজ্যের বিছানায় রানীর শয্যের মনিহার,
বাসন্তীর আগমনীর দীপ্তিময় কাণ্ড উপহার।
পলাশ শিমুলের ছড়াছড়ি,
গাছের ডগায় ফুল ঝুড়ি ঝুড়ি।
মাখিয়াছে রঙনা চারিধার,
ফুর ফুরে বাতাসে প্রকৃতি মুগ্ধতার আচার।
কুকিলের কুহু কুহু মাদলির কুহুতান,
প্রেমিকের মন করে, আজি করে আনচান।
কৃষ্ণচূড় লালে ডালে ভরছে আজকাল,
আকাশের ওড়াউড়ি পাখির,গোধূলির বৈকাল।
আম্রের ফোটানো' ছরি ছরি মুকুলের প্রসূন।
নৃত্যের তালে তালে নুপুরের ঝুন ঝুন,
ভোমরার ঝাঁকে ঝাঁকে ছড়ানো গুনগুন।
বাসন্তীর বারনে তরুণির হলুদের শাড়ি,
নতুনের স্বগত লাবণ্যে তারুণ্যের পুজোরি।
হিমতার রূপ রেসের জড়তার অবসান,
প্রাণীকুলে নিঃশ্বাসের বাঁচিবার প্রাণদান।
স্বর্গের অনুরাগে সুবাসিত উপমিত অঞ্চল,
ফাগুনের সজ্জিত সঞ্চিতের হাত পা চঞ্চল।
রাজ্যের বিছানায় রানীর শয্যের মনিহার,
বাসন্তীর আগমনীর দীপ্তিময় কাণ্ড উপহার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।