ছিন্নপত্র
চাইলে আমি পারব না তোদের সাথে থাকতে,
নিয়ম আমায় পেছনে ফেলে বলে গেছে রাখতে।
একি সাথে চলার পথে রইছি মিশে জুড়ে,
তোদের থেকে এখন আমি -গেছি অনেক দুরে।
তোরা বুঝি যাবি ভুলে- তেমনি আমি কেহ! নই,
কোন দিন যদি বা কেহ! খুঁজে?
তখন আমায় পাবে কই।
দিয়ে থাকলে কারো মনে বিন্দু ফোটা ব্যাথা,
মাপ করে দিও তোমারা সবে দিও ওগো যথা।
ভুলবনা আমি তোমাদের কথা পিছু টানে ও ভাই,
তোমাদের মাঝে থাকবে গাঁথা স্মৃতি টুকুই তাই।
কি বলিব শেষের বেলায় বলার ভাষা নাই,
ঐ ফুলঝুরিটার অন্তরঙ্গে লুকে লুকে কাটে যদি দিন,
শুভেচ্ছ টুকু নিতে এসো গো মোরি পথে চিরদিন
নিয়ম আমায় পেছনে ফেলে বলে গেছে রাখতে।
একি সাথে চলার পথে রইছি মিশে জুড়ে,
তোদের থেকে এখন আমি -গেছি অনেক দুরে।
তোরা বুঝি যাবি ভুলে- তেমনি আমি কেহ! নই,
কোন দিন যদি বা কেহ! খুঁজে?
তখন আমায় পাবে কই।
দিয়ে থাকলে কারো মনে বিন্দু ফোটা ব্যাথা,
মাপ করে দিও তোমারা সবে দিও ওগো যথা।
ভুলবনা আমি তোমাদের কথা পিছু টানে ও ভাই,
তোমাদের মাঝে থাকবে গাঁথা স্মৃতি টুকুই তাই।
কি বলিব শেষের বেলায় বলার ভাষা নাই,
ঐ ফুলঝুরিটার অন্তরঙ্গে লুকে লুকে কাটে যদি দিন,
শুভেচ্ছ টুকু নিতে এসো গো মোরি পথে চিরদিন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১১/০২/২০১৮শুভকামনা রইল।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/০২/২০১৮ভাল লাগলো ।
-
গালিব আফসারী ১১/০২/২০১৮ভালোলাগা রেখে গেলাম কবি।
-
রেজাউল রেজা (নীরব কবি) ১১/০২/২০১৮দারুণ!
-
সাঁঝের তারা ১০/০২/২০১৮সুন্দর
-
আলমগীর কাইজার ১০/০২/২০১৮দূরে, ব্যথা, স্মৃতি।
অনেক সুন্দর, শুভকামনা রইলো।