সৃষ্টির প্রবাহ
ধর্ম যার যার" কর্ম হল সবার।
জন্ম যাহার ধাত্রী মার উদিত গর্ভে,
রঞ্জিত হয় সঞ্চরিত ভেদিয়া উর্বে।
জীবন ফুটে"একাকিত্ব যুথ আশ্রয়ে,
ব্যায় তারে সকলের তরে, সাশ্রয়ে ।
উদ্যান হবে প্রশমিত নদী গিরি মাঠ,
সজ্জিত হবে বসুধা নগর বন্দর হাট।
দুরাহে যাবে বিশ্রী কুৎসিত যত মন্দে
প্রেমিক ফেরাবে কন্ঠ সুর মধুরে ছন্দে।
মুখে মুখে ফুটবে সৃষ্ট সুখের উল্লাস হাসি,
উঁচু নিচু রকমে ভেদিয়া রবেনা গৃহ দাসি।
ভাইয়ে ভাইয়ে অভিযুক্ত হবেনা কোন্দলে,
মিলমিশে রইবে যাহারা মাতৃ ভ্রাতৃর অন্দলে।
মৈত্র শান্তির কোলাহলে করিবে লগ্নি বিরাজ ,
গড়িবে সুন্দর সবল শৃঙ্খল বদ্ধ প্রীত সমাজ।
নবীন যাত্রী পথঘাট রটিবে সচ্ছ কোমলে মলিন,
পূর্বসূরীর দৈত্যে ভূয়সী স্বকৃতি মশগুলে সাধুবাদ,
কদমে সুলভ জুড়াবে ঠেকবে সাকের বিঘ্নবাদ।
জন্ম যাহার ধাত্রী মার উদিত গর্ভে,
রঞ্জিত হয় সঞ্চরিত ভেদিয়া উর্বে।
জীবন ফুটে"একাকিত্ব যুথ আশ্রয়ে,
ব্যায় তারে সকলের তরে, সাশ্রয়ে ।
উদ্যান হবে প্রশমিত নদী গিরি মাঠ,
সজ্জিত হবে বসুধা নগর বন্দর হাট।
দুরাহে যাবে বিশ্রী কুৎসিত যত মন্দে
প্রেমিক ফেরাবে কন্ঠ সুর মধুরে ছন্দে।
মুখে মুখে ফুটবে সৃষ্ট সুখের উল্লাস হাসি,
উঁচু নিচু রকমে ভেদিয়া রবেনা গৃহ দাসি।
ভাইয়ে ভাইয়ে অভিযুক্ত হবেনা কোন্দলে,
মিলমিশে রইবে যাহারা মাতৃ ভ্রাতৃর অন্দলে।
মৈত্র শান্তির কোলাহলে করিবে লগ্নি বিরাজ ,
গড়িবে সুন্দর সবল শৃঙ্খল বদ্ধ প্রীত সমাজ।
নবীন যাত্রী পথঘাট রটিবে সচ্ছ কোমলে মলিন,
পূর্বসূরীর দৈত্যে ভূয়সী স্বকৃতি মশগুলে সাধুবাদ,
কদমে সুলভ জুড়াবে ঠেকবে সাকের বিঘ্নবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ০৯/০২/২০১৮ঠিক বলেছেন কবি বন্ধু।