হারানো বেদনা
ভেঙেছে মন তাতে কি এর আগে
বহু বার ভেঙেছে ,
এবার কোনো নতুন আঙ্গিকে নয় এটা
ভেবোনা তোমায় নিয়ে কান্না করি এ রকম আমার প্রায় ই হয়
পাওয়া না পাওয়া অংক করলে না পাওয়া টা বেশি নামবে,
কত কিছু হারিয়েছি ছোট্ট শিশু কাল পড়ার সাথী খেলার সাথী,
ব্যথা পেয়ে ছি তাতে কি ব্যথা পাওয়া নৃত্য
ভঙ্গিকে একটি ব্যাপার হয়ে গেছে!
প্রথম বার যেমনটি ভেঙে ছিল মন আমার
অনেক ব্যথা পেয়েছিলাম। পৃথিবী টা মনে হচ্ছিল
তুচ্ছ মানুষকে বুঝার বয়স কারো নেই।
যার যার কাজ নিয়ে ই ব্যস্ততার ।
আমিও যেমন টা যাকে চাই সে চায় আমার
চেয়ে ভালো । পৃথিবীর আদো কোন জানা নেই
কেউ কখনো ইচ্ছে করে নিচে নামা।
তবে অপেক্ষা করি আমি ও হব সকাল বেলার পাখি,। অভিনয় করি বুঝতে দেইনা যেহেতু সবাই অবহেলা করে তাই ভুলটা সহজ হয়।
আবার তাই তো কখনো বা না পাওয়ার যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটু সবার মাঝ থেকে ? বেশি কথা বলে মন টা হালকা করার চেষ্টা ।কেটে উঠতে পারি যন্ত্রণা থেকে,
ভুলে থাকতে পারি বা ভুলে যেতে পারি_____।বরংচ আমি এরকম না
আমার একটি পৃথিবী আছে
বহু বার ভেঙেছে ,
এবার কোনো নতুন আঙ্গিকে নয় এটা
ভেবোনা তোমায় নিয়ে কান্না করি এ রকম আমার প্রায় ই হয়
পাওয়া না পাওয়া অংক করলে না পাওয়া টা বেশি নামবে,
কত কিছু হারিয়েছি ছোট্ট শিশু কাল পড়ার সাথী খেলার সাথী,
ব্যথা পেয়ে ছি তাতে কি ব্যথা পাওয়া নৃত্য
ভঙ্গিকে একটি ব্যাপার হয়ে গেছে!
প্রথম বার যেমনটি ভেঙে ছিল মন আমার
অনেক ব্যথা পেয়েছিলাম। পৃথিবী টা মনে হচ্ছিল
তুচ্ছ মানুষকে বুঝার বয়স কারো নেই।
যার যার কাজ নিয়ে ই ব্যস্ততার ।
আমিও যেমন টা যাকে চাই সে চায় আমার
চেয়ে ভালো । পৃথিবীর আদো কোন জানা নেই
কেউ কখনো ইচ্ছে করে নিচে নামা।
তবে অপেক্ষা করি আমি ও হব সকাল বেলার পাখি,। অভিনয় করি বুঝতে দেইনা যেহেতু সবাই অবহেলা করে তাই ভুলটা সহজ হয়।
আবার তাই তো কখনো বা না পাওয়ার যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটু সবার মাঝ থেকে ? বেশি কথা বলে মন টা হালকা করার চেষ্টা ।কেটে উঠতে পারি যন্ত্রণা থেকে,
ভুলে থাকতে পারি বা ভুলে যেতে পারি_____।বরংচ আমি এরকম না
আমার একটি পৃথিবী আছে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahbubur Rahman ১১/১১/২০১৭ভাল লাগল ( ধন্যবাদ লেখক)
-
সোলাইমান ০৯/১১/২০১৭খুব ভালো লাগল।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি।