একাত্তর স্বাধীনতা
রক্ত লালে লাল মেখেছে
ভোরে ডাকা সূর্য যে,
সবুজ মাঝে উঠল জেগে
রক্তিম খোলা অর্ক যে।
স্বাধীনতার ফুল ফুটালো
সাড়ি সাড়ি গাছে যে,
চারদিকে টের পেয়েছে
প্রভাত ফেরির পাখি যে,
বিহঙ্গ মনে দিল উড়াল,
স্বাধীন ঝাঁকে ডানায় যে।
শহীদের আত্মার কান্না দেখে,
আকাশ বড় কাদলো যে ,
চোখের কোটায় জল ঝরাল,
বৃষ্টি নামের সৃষ্টি যে।
রক্ত ভয়ে ভেসে গেল মাটির
পিপড়ে বাসা গোল্লা যে ,
সেই লোহিতে লাল জমেছে ,
কৃষ্ণচূড়া ডালে যে।
বিজয় নামের পড়বে মালা,
স্বাধীন নামের গলায় যে।
শহীদের পড়া লাশটি দেখে
কালো কাকটি ডাকল যে,
ভর দুপুরে কন্ঠ মারে
আর্তনাদের চিৎকার যে,
মুখটি চেপে মাটি খুঁড়ে
প্রানটি উৎসর্গ করল যে,
সবটা ভুলে দিল হেসে
দেশটা স্বাধীন হল যে,
মায়ের বুকে সন্তান নামে
দেশটা কোলে এল যে ।
বিঃ দ্রঃ বিজয়ের মাস।
ভোরে ডাকা সূর্য যে,
সবুজ মাঝে উঠল জেগে
রক্তিম খোলা অর্ক যে।
স্বাধীনতার ফুল ফুটালো
সাড়ি সাড়ি গাছে যে,
চারদিকে টের পেয়েছে
প্রভাত ফেরির পাখি যে,
বিহঙ্গ মনে দিল উড়াল,
স্বাধীন ঝাঁকে ডানায় যে।
শহীদের আত্মার কান্না দেখে,
আকাশ বড় কাদলো যে ,
চোখের কোটায় জল ঝরাল,
বৃষ্টি নামের সৃষ্টি যে।
রক্ত ভয়ে ভেসে গেল মাটির
পিপড়ে বাসা গোল্লা যে ,
সেই লোহিতে লাল জমেছে ,
কৃষ্ণচূড়া ডালে যে।
বিজয় নামের পড়বে মালা,
স্বাধীন নামের গলায় যে।
শহীদের পড়া লাশটি দেখে
কালো কাকটি ডাকল যে,
ভর দুপুরে কন্ঠ মারে
আর্তনাদের চিৎকার যে,
মুখটি চেপে মাটি খুঁড়ে
প্রানটি উৎসর্গ করল যে,
সবটা ভুলে দিল হেসে
দেশটা স্বাধীন হল যে,
মায়ের বুকে সন্তান নামে
দেশটা কোলে এল যে ।
বিঃ দ্রঃ বিজয়ের মাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ৩০/১০/২০১৭অনিন্দ্য
-
আবুল খায়ের ৩০/১০/২০১৭darun
-
সোলাইমান ৩০/১০/২০১৭ভাল একটি দিক উঠে এসেছে কবিতায়
-
শাহিন আলম সরকার ৩০/১০/২০১৭অসাধারণ।
ভাল থাকবেন প্রিয় কবি। -
আব্দুল হক ২৯/১০/২০১৭সুন্দর . বেশ ভালো!!
-
আজাদ আলী ২৯/১০/২০১৭Nice writing dear poet .......
-
সন্দীপন পাল ২৯/১০/২০১৭ভালো লাগল।
-
মধু মঙ্গল সিনহা ২৯/১০/২০১৭অনন্য অনুভব,অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।