যেতে চাই ফিরে
সুধা পিপাসা মিটেনা মোর এই বাংলা তরে,
বাংলায় বুকে ফিরে যেতে চাই শুধুই বারে বারে।
ঘন ছায়া মায়ায় ঘেরা বাংলার তরু লতা মাঠ,
আঁকা বাঁকা মেঠো পথে বটের তলায় বয় হাট।
সবুজ মাঝে সাড়ি সাড়ি বৃক্ষ রাজির ছায়া,
সুদূর বিলের ঘন ঘাসে শীতল পাটির মায়া।
জন্মভূমির মাতৃক্রড়ে হাজার জানা চেনা মুখ,
তাদের সাথে মিশতে পেরে জুড়ে প্রানের বুক।
গ্রাম বাড়ি উঠুনখানি বেড়ে উঠা সে সম ক্ষন,
বাংলার বুকে ফিরে যেতে কাঁদে আমার মন।
বাড়ি টানে নারী টানে গৃহে ছুটি আপন তরে
বাংলা বুকে ফিরে যেতে চাই শুধুই বারে বারে।
কলমি লতা ভরা জলে ফোটে শাপলা যে ফুল
কৃষ্ণচূড়া রং ছড়িয়ে লালে ভরল যে দু কুল।
যেতে চাই ফিরে আমার সে ছোট্ট দেশের গাঁয়
দোয়েল কোয়েল ময়না শালিক সুরে সুরে গায়।
সিনিগ্ধ বায়ু কোমলতায় আঁচল উড়িয়ে লেগে,
ভোরের ডাকে সোনালী রোদ উঁকি মেরে জেগে।
বাংলায় বুকে ফিরে যেতে চাই শুধুই বারে বারে।
ঘন ছায়া মায়ায় ঘেরা বাংলার তরু লতা মাঠ,
আঁকা বাঁকা মেঠো পথে বটের তলায় বয় হাট।
সবুজ মাঝে সাড়ি সাড়ি বৃক্ষ রাজির ছায়া,
সুদূর বিলের ঘন ঘাসে শীতল পাটির মায়া।
জন্মভূমির মাতৃক্রড়ে হাজার জানা চেনা মুখ,
তাদের সাথে মিশতে পেরে জুড়ে প্রানের বুক।
গ্রাম বাড়ি উঠুনখানি বেড়ে উঠা সে সম ক্ষন,
বাংলার বুকে ফিরে যেতে কাঁদে আমার মন।
বাড়ি টানে নারী টানে গৃহে ছুটি আপন তরে
বাংলা বুকে ফিরে যেতে চাই শুধুই বারে বারে।
কলমি লতা ভরা জলে ফোটে শাপলা যে ফুল
কৃষ্ণচূড়া রং ছড়িয়ে লালে ভরল যে দু কুল।
যেতে চাই ফিরে আমার সে ছোট্ট দেশের গাঁয়
দোয়েল কোয়েল ময়না শালিক সুরে সুরে গায়।
সিনিগ্ধ বায়ু কোমলতায় আঁচল উড়িয়ে লেগে,
ভোরের ডাকে সোনালী রোদ উঁকি মেরে জেগে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ২৮/১০/২০১৭সুন্দর
-
সোলাইমান ২৮/১০/২০১৭চিরন্তন বোধের কথা কবিতায় ফুটে উঠেছে। ভালো থাকুন কবি।
-
আজাদ আলী ২৭/১০/২০১৭Besh valo
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/১০/২০১৭বেশ!
-
কবিসম্রাট রাধাশ্যাম জানা ২৭/১০/২০১৭দারুন
-
কামরুজ্জামান সাদ ২৭/১০/২০১৭খুব ভাল লিখেছেন।আরো ভাল আশা করছি।