বস্তি বাসি
জন্ম থেকে ছুড়ে ফেলা বস্তি গৃহে বসবাস,
খাবার বেলায় কিছু কথা মনে পড়ে একরাশ।
বাবা আনিত সন্ধ্যা বেলা ঘরে পাঁকের চাল,
মায় তার সাথে আরও রাধীত কিছু মোটা ডাল,
দু মুঠো মুখে দিয়ে কেটে যেত দিনক্ষণ যাত্রী,
মা না খেয়ে দিত খাবার সন্তান কুলের ধাত্রী ।
বাবা মোদের ছুটে যেত একটু কাজের লাগী ,
ফজর নামাজ পড়িতে যেতে যে উঠত আগে জাগি।
গামছা কাঁদে লয়ে বের হত দুটো অর্থ যে কুড়ে।
কোন দিন যে কাজ পেতনা আসত ঘরে ফিরে।
দুপুর বেলা যে যেত বয়ে রুজি খাদ্য না জোটে,
বাবা যে কখন কেঁদে দিত ধার লাগী যেত ছুটে।
বুঝতে পারা ভাই বোনটি থাকত চুপে মুখ ভার,
ছোট্ট বোন টি না বুঝে খুদায় করল যে চিৎকার।
ছিরা কাঁথা আর ফুটো ঘর কেটে যেত দিনকাল,
বর্ষার ঝরে কখনো বা আবার করত যে বেহাল।
ঘন বসতি ভিটের জায়গায় লইয়া থাকি জুড়ে,
গ্যাস পানি বিদৎ মোদের না চাইতে যেত ফুরে।
খাবার বেলায় কিছু কথা মনে পড়ে একরাশ।
বাবা আনিত সন্ধ্যা বেলা ঘরে পাঁকের চাল,
মায় তার সাথে আরও রাধীত কিছু মোটা ডাল,
দু মুঠো মুখে দিয়ে কেটে যেত দিনক্ষণ যাত্রী,
মা না খেয়ে দিত খাবার সন্তান কুলের ধাত্রী ।
বাবা মোদের ছুটে যেত একটু কাজের লাগী ,
ফজর নামাজ পড়িতে যেতে যে উঠত আগে জাগি।
গামছা কাঁদে লয়ে বের হত দুটো অর্থ যে কুড়ে।
কোন দিন যে কাজ পেতনা আসত ঘরে ফিরে।
দুপুর বেলা যে যেত বয়ে রুজি খাদ্য না জোটে,
বাবা যে কখন কেঁদে দিত ধার লাগী যেত ছুটে।
বুঝতে পারা ভাই বোনটি থাকত চুপে মুখ ভার,
ছোট্ট বোন টি না বুঝে খুদায় করল যে চিৎকার।
ছিরা কাঁথা আর ফুটো ঘর কেটে যেত দিনকাল,
বর্ষার ঝরে কখনো বা আবার করত যে বেহাল।
ঘন বসতি ভিটের জায়গায় লইয়া থাকি জুড়ে,
গ্যাস পানি বিদৎ মোদের না চাইতে যেত ফুরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/১০/২০১৭মুগ্ধতা রলো এই সুন্দর লেখনিতে ।
ভাল থাকুন সবসময় । -
রায়হান আজিজ ২৩/১০/২০১৭ভাল লেগেছে খুব। সুন্দর লেখনী
-
মধু মঙ্গল সিনহা ২৩/১০/২০১৭ভালো লাগলো।
-
আজাদ আলী ২৩/১০/২০১৭Valoi
মুগ্ধতা একরাশ,
শুভেচ্ছা জানবেন কবি।