আলোক সন্ধান
হাসতে চাই হাসির রাজা কাঁদতে চাই দুঃখে ,
এই পৃথিবীর অনাথ আশ্রমকে টেনে নিতে চাই বুকে।
গড়তে চাই সুশীল সমাজ করে যেতে চাই এক প্রতিষ্ঠিত।
ছড়িয়ে দিতে চাই খ্যাতি সুনাম জনতা হবে উচ্চাস ইতিহাস রবে গৃহীত।
দেখতে চাই জগতটাকে ঘুরে কেমন করে,
চলতে চাই সময় পিছু আহা নতুন জুড়ি কেমন করে জোড়ে।
নিতে চাই কিছু শ্রম খাটিয়ে কুড়িয়ে আনতে চাই যথা সহায়ক অর্থ,
রাখিতে চাই না মজুদ করে যা দিয়ে দেওয়া ই হবে অনাহারির মুখে যথার্থ।
বাঁচতে চাই সাহসী মত উদীয়মান দূর্রবার তারুণ্য ন্যায়,
দিতে চাই বিলিয়ে কিছ পুঁজি ফকির মিশকিন তথা বস্তিকুল অর্ধেক তরে ব্যয় ।
গড়তে চাই নতুন সমাজ রূপ বদলের ফালায়
আঁকতে চাই একটি ছবি,
দেখতে চাই নতুন প্রভাত সুন্দর মুক্ত এক সকাল জ্বলবে কিরন রবি।
ভুলাতে চাই ভেদাভেদ যা করিতে চাই শত্রু নির্মূল রাখতে চাই হাতে হাত কাঁদে কাদঁ ,
চাই না কাউকে হারাতে অযত্নে অকারণে যথা তথা যন্ত্রণা ছটফটে মৃত্যু ফাঁদ।
ফুটাতে চাই নতুন পুষ্প ছড়িয়ে দিতে চাই সুদূর মাখা ঘ্রাণ,
জড়িয়ে যেতে চাই সকল মাঝে নিজ স্বয়ং মন প্রান।
খুলে ফেলতে চাই স্বর্গের দুয়ার রূখে ধরতে চাই মাঝির পাল।
আলোক ভরা পুষ্প রাশি জগত হাসি ফুটাতে চাই নব শুদ্ধ একটি সকাল।
ভালোবাসা রঙে সাজিয়ে নিয়ে বানাতে চাই ছোট্ট ঘর,
রাখতে চাই ধরে প্রীতির বন্ধন তৈরি করে হবেনা কেহ পর।
এই পৃথিবীর অনাথ আশ্রমকে টেনে নিতে চাই বুকে।
গড়তে চাই সুশীল সমাজ করে যেতে চাই এক প্রতিষ্ঠিত।
ছড়িয়ে দিতে চাই খ্যাতি সুনাম জনতা হবে উচ্চাস ইতিহাস রবে গৃহীত।
দেখতে চাই জগতটাকে ঘুরে কেমন করে,
চলতে চাই সময় পিছু আহা নতুন জুড়ি কেমন করে জোড়ে।
নিতে চাই কিছু শ্রম খাটিয়ে কুড়িয়ে আনতে চাই যথা সহায়ক অর্থ,
রাখিতে চাই না মজুদ করে যা দিয়ে দেওয়া ই হবে অনাহারির মুখে যথার্থ।
বাঁচতে চাই সাহসী মত উদীয়মান দূর্রবার তারুণ্য ন্যায়,
দিতে চাই বিলিয়ে কিছ পুঁজি ফকির মিশকিন তথা বস্তিকুল অর্ধেক তরে ব্যয় ।
গড়তে চাই নতুন সমাজ রূপ বদলের ফালায়
আঁকতে চাই একটি ছবি,
দেখতে চাই নতুন প্রভাত সুন্দর মুক্ত এক সকাল জ্বলবে কিরন রবি।
ভুলাতে চাই ভেদাভেদ যা করিতে চাই শত্রু নির্মূল রাখতে চাই হাতে হাত কাঁদে কাদঁ ,
চাই না কাউকে হারাতে অযত্নে অকারণে যথা তথা যন্ত্রণা ছটফটে মৃত্যু ফাঁদ।
ফুটাতে চাই নতুন পুষ্প ছড়িয়ে দিতে চাই সুদূর মাখা ঘ্রাণ,
জড়িয়ে যেতে চাই সকল মাঝে নিজ স্বয়ং মন প্রান।
খুলে ফেলতে চাই স্বর্গের দুয়ার রূখে ধরতে চাই মাঝির পাল।
আলোক ভরা পুষ্প রাশি জগত হাসি ফুটাতে চাই নব শুদ্ধ একটি সকাল।
ভালোবাসা রঙে সাজিয়ে নিয়ে বানাতে চাই ছোট্ট ঘর,
রাখতে চাই ধরে প্রীতির বন্ধন তৈরি করে হবেনা কেহ পর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।