www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশের বৃহত্তম ব দ্বীপ ভোলা

দেশের একটি বৃহত্তম ব দ্বীপ,
নদী নালা খাল বিল কৃষক মাটি বন জঙ্গল
পশু পাখি ভর পুর স্নেহ মমতা ভালবেসে ঘীরে রেখেছে মানুষকে নদী বন খাল বিল মাঠ ঘাট পুকুর ডোবা নালা প্রকৃতির ডানা।
ভোর বেলা দু মুটো পান্তা খেয়ে শুরু হয় দিনের চলা মাটির সাথে মিশে থাকা এই মানুষ গুলো চিত্র সাজানো হল প্রকৃতি সাথে খ্যাত খামার ফসল মাটি শস্য পুকুর মাছ সাগর সাথে জারিত।
প্রকৃতি খেলা করছে আমাদের ভোলার মানুষকে ঘীরে আবার লড়াই করছে দু হাতের পান্ঞা নিয়ে
নিয়ে কখনো
ঝরের সাথে কখনো মহামারি সাথে আমাদেরি ভোলার মানুষ শুধু দুঃখ কষ্ট করা নয় ধান বসন্ত নানা উৎসব মেতে আনন্দ কৃষেণ কৃষক নিজের মত মেতে উঠে পুলকিত মন খেয়ে নেচে গেয়ে কোনটাই পিছে নয় এছাড়া গল্প কাহিনী একতা তো ঘীরে রয়েছে ভীরের মেলা প্রকৃতি সাজে ফুলে ফলে তার বিমুগ্ধ তা তো থেকে যাবে এছাড়া নদী সাগর মেঘনা নদীর আকুল দৃশ্য তো থেকেই যাবে ।মাটি মা মমতা কুল নদী ঘীর ,এই তীরে তো গড়ে উঠে ভোলার মানুষরা ভীর। হাসি গানে ভাটিওয়ালি টানে নদীর মাঝে নৌকা সাড়ি ভেলা পাল তোলা খেলা ডিঙি নৌকা বাইচ।

ভোরের পাখি কিচির মিচির প্রভাত মেলল পুবে,
মেঘনা নদীর তীর জাগল তিমির রাত ডুবে।
গাছে গাছে শিশির জমে ফুল ফুটে বনে,
মাঝি নৌকা সারি সারি চলল সাগর পানে।
রাখাল গরু লয়ে ছুটল সবুজ বন মাঠ ঘাসে,
জল শেওলার ডোবা মাঝে পান কৌড়রি ভাসে।

তাছাড়া পর্যটক স্থান গড়ে উঠেছে চারদিক
সবুজ শ্যামলা মাঝে কি মনোরম দৃশ্য পট্য
ভোলার ঐতিহ্য গড়া ভোলা স্থান রয়েছে ভোলা অন্যতম চরফ্যাসন জ্যাকব টাওয়ার মন্ত্রী খামার বাড়ি শিশু ও বিনোদন পার্ক। মনপুরা বন
বৃক্ষের ছায়া বনের নদীর মনোরম দৃশ্য চরকুকরি মুকরি পর্যটক স্থান অনান্য ইত্যাদি । একজন বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামাল ভোলার সন্তান আমাদের স্বাধীনতা অর্জনে সাত জন বীর শ্রেষ্ঠ মধ্যে একজন।।
বিষয়শ্রেণী: ফটোব্লগ
ব্লগটি ১৬৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সেলিম রেজা সাগর ১০/০৫/২০১৮
    দারুণ
  • দীপঙ্কর বেরা ১৭/১১/২০১৭
    ছবি কই?
  • Mahbubur Rahman ২৫/১০/২০১৭
    ফটো ব্লগে ছবি থাক্লে ভাল হত
  • সুন্দর ত থ্য
  • সন্তোশ পাইন ১৪/১০/২০১৭
    thik
  • Tanju H ০২/১০/২০১৭
    ঠিক বলেছেন।।
  • আজাদ আলী ০২/১০/২০১৭
    Valoito
  • মধু মঙ্গল সিনহা ০২/১০/২০১৭
    সুন্দর,ধন্যবাদ
 
Quantcast