জ্যৈষ্ঠ মাস
জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠিয়া
খেতে ভাড়ি মজা
ফলমূল পাকা পাকা,
আম ফলের রাজা।
জামাই বাড়ি জমে উঠে
উৎসবে মেত,
আম কাঠাল ঝুড়ি ঝুড়ি
পাকা ধান ক্ষেত।
দুধ ভাত মিশায় ভাত
পাতে হই চই,
মজার দিনে মজার কথা
কাঠাল পেল কই।
আম কাঠাল জমা জমি,
খুশি খুশি ভাব,
বাড়ি বাড়ি পাকের সারি
পাকা ফলের ঝাপ।
জ্যৈষ্ঠ মাসে মিষ্ট কথা
নয়া বাড়ির বউ,
মিষ্টি ফলের মিষ্ট ঘ্রাণ,
মিষ্টি ফলের মউ।।
খেতে ভাড়ি মজা
ফলমূল পাকা পাকা,
আম ফলের রাজা।
জামাই বাড়ি জমে উঠে
উৎসবে মেত,
আম কাঠাল ঝুড়ি ঝুড়ি
পাকা ধান ক্ষেত।
দুধ ভাত মিশায় ভাত
পাতে হই চই,
মজার দিনে মজার কথা
কাঠাল পেল কই।
আম কাঠাল জমা জমি,
খুশি খুশি ভাব,
বাড়ি বাড়ি পাকের সারি
পাকা ফলের ঝাপ।
জ্যৈষ্ঠ মাসে মিষ্ট কথা
নয়া বাড়ির বউ,
মিষ্টি ফলের মিষ্ট ঘ্রাণ,
মিষ্টি ফলের মউ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ০২/০৬/২০১৭ভাল লাগল ।শুভেচ্ছা থাকল আমার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৬/২০১৭শিরোনামে বানানটি ভুল আছে।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৬/২০১৭জ্যৈষ্ঠের ফলফলাদি ভালো। কিন্তু গরম দুঃসহ!