বৃষ্টি
এই রোদ এই বৃষ্টি
এইতো মেঘের খেলা,
রোদ বৃষ্টি লুকোচুরি
ভর দুপুর বেলা।
খোকা খুকু ছোটে ছোটে
ছুটলো বাহিরে,
চিরি চিরি জল ফোটাতে
ভিজতে যাইরে।
জোরে সরে নামলো বৃষ্টি
পুরো উঠান ভরে,
কৃষান বঁধু ধান কুঁড়াতে
ঘরে নাইয়ে ফেরে।
বৃষ্টি এল বৃষ্টি গেল
রোদ গেল চলে,
রোদে রা সব লুকিয়ে গেল
কালো মেঘের কোলে।
রোদ বৃষ্টি লুকচুরি
মেঘের আনাঘোনা,
বৃষ্টি এল- ঘাস বনে
কাঁদল ছাগল ছানা।
বৃষ্টি এল ভিজিয়ে গেল
তেপান্তরে ছানি,
রোদ এল বৃষ্টি গেল
টেপা টেপা পানি।
এইতো মেঘের খেলা,
রোদ বৃষ্টি লুকোচুরি
ভর দুপুর বেলা।
খোকা খুকু ছোটে ছোটে
ছুটলো বাহিরে,
চিরি চিরি জল ফোটাতে
ভিজতে যাইরে।
জোরে সরে নামলো বৃষ্টি
পুরো উঠান ভরে,
কৃষান বঁধু ধান কুঁড়াতে
ঘরে নাইয়ে ফেরে।
বৃষ্টি এল বৃষ্টি গেল
রোদ গেল চলে,
রোদে রা সব লুকিয়ে গেল
কালো মেঘের কোলে।
রোদ বৃষ্টি লুকচুরি
মেঘের আনাঘোনা,
বৃষ্টি এল- ঘাস বনে
কাঁদল ছাগল ছানা।
বৃষ্টি এল ভিজিয়ে গেল
তেপান্তরে ছানি,
রোদ এল বৃষ্টি গেল
টেপা টেপা পানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৫/২০১৭টেপা টেপা পানি কী?
-
আতাম মিঞা ২৩/০৫/২০১৭ছোটদের উপযুক্ত কবিতা
-
পরশ ২৩/০৫/২০১৭ভাল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৫/২০১৭খুব ভালো।