www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্তি পেয়েছি চাওয়া থেকে

তোমার হারনোর বেদনা
টের পেয়েছি কেউ বুজতে পারেনি
আমি পেরেছি
হঠাৎ শক্ত মনটা স্তূপ মাঝে ডুব দিল।
ভাবনাটা ছিল এমন কাজে অমনযোগ হয়েছিলিম মাথাটা প্রচুর ব্যাথা করছিলো।
মনের শক্তিটা নিষপ্রান হয়ে গিয়েছিলো কি যেন চলে যাচ্ছে কাছ থেকে। কোন বাক্য ফাকি দিচ্ছে না বুজে পারায় উদশিনতায় বুগছিলাম। কয়েক ঘন্টা পরে তোমার জন্য আবেগের তীব্রতা আরো বেড়ে গিয়েছিল। ভাবনা গুলো আরো দ্বি গুন হয়েগিয়েছিলো। খুশি মনে হাঠছিলাম হঠাৎ কেউ এসে ফিস ফিস করে বলছিলোো আজ তোমার বিয়ে। আমাকে দাওয়াত করেছে। আমি আকাশ থেকে ভেঙে পরলাম । আমি কিছু না বলে চলে এলাম । তারপর কদিন পরে তোমার সাথে দেখা আমি তো গা শিশির কেপে উঠি
কেউ একজনে ভিতরটা অসলো জানিয়ে দিয়ে দিয়ে ই
চলে গেল তখন তোমাকে এই অনূভতি
বলতে শুরু করলাম মনে মনে তুমি
থাকাতে সব কিছুতে
শূন্য শূন্য লাগে
বড় একলা একলা লাগে
নিসঙ্গতা ক্ষুরে ক্ষুরে খাচ্ছে টের পাচ্ছি
কি করব উপাই নাই বিরক্ত লাগতে শুরু
করেছে
একটা সপ্ন আমাকে ঘীরে ছিল
কথা হত ওদের সাথে
ওরা ছেরে চলে গিয়েছে
আজ বড়
কাদঁতে ইচ্ছে করছে
অভিমান বেশ সাক্ষী
আমি সহজ ভাবে নিতে চাচ্ছি
পারছিনা কি আমার অপরাধ
কি করব ভেবে পাচ্ছিলাম না
♥♥ তবে একটা মুক্তি পেয়েছি
একটা মনের চাওয়ার অপেক্ষা থেকে
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৮৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মৃণ্ময় আলম ১২/০৩/২০১৬
    হুম। ভাল লাগলো। আরো হবে আশা করছি
  • মোঃ সরব বাবু ০৯/০৩/২০১৬
    চমৎকার....
  • সাইদুর রহমান ০৮/০৩/২০১৬
    ভালো লাগলো।
  • নির্ঝর ০৮/০৩/২০১৬
    ভাল কবিতা
  • হাসান কাবীর ০৪/০৩/২০১৬
    ভালো, আরো বেশী লিখুন।
  • প্রদীপ চৌধুরী. ০২/০৩/২০১৬
    বানান সংশোধন করুন |
    সপ্ন>স্বপ্ন ঘীরে>ঘিরে
  • প্রদীপ চৌধুরী. ০২/০৩/২০১৬
    বানান সংশোধন করুন| ধন্যবাদ
 
Quantcast