যেদিন তুমি থাকবেনা
তুমি যখন যাবে ছেরে
পরাজয় আমার পড়বে ঘারে
শকুন শিয়াল খাবে ছিরে
আকুতি এই তোমার তরে।
মেরো না এই যখন
যেওনা দুরে কখন
তুমি
হৃদয়ে বন্ধন।
যে বাতাস তোমার কথা
বলে
যে বাতাসে আমি শক্তি ফিরে পাই
যেদিন বলবে তুমি নাই মানতে পারব
তুমার কথা,
কিন্তু পারবনা
ঈর্ষায়িত
কালো বানর গুলোর কথা।
যারা আমাকে ক্ষুরে ক্ষুরু খাবে।
শকুন শিয়ালের মত
তখন নিজের কাছে বিরক্ত মনে হবে
খারাপ লাগবে। ভুল পথে চলে
যেতে পারি যেতে পারি
ঘাম গুলি সেদিন শুকিয়ে যাবে
মাটিতে লুটিয়ে পড়ব আমি
কেউ থাকবে না পাশে
তিরষ্কার করবে ওরা
সেদিন
তবে তোমার জন্য শেষ হব না কিন্তু
ভিতর থেকে একটা হাহাকার আমকে শেষ করে দেবে।
এতটুকু শাস্তি দিওনা অন্তত
পরাজয় আমার পড়বে ঘারে
শকুন শিয়াল খাবে ছিরে
আকুতি এই তোমার তরে।
মেরো না এই যখন
যেওনা দুরে কখন
তুমি
হৃদয়ে বন্ধন।
যে বাতাস তোমার কথা
বলে
যে বাতাসে আমি শক্তি ফিরে পাই
যেদিন বলবে তুমি নাই মানতে পারব
তুমার কথা,
কিন্তু পারবনা
ঈর্ষায়িত
কালো বানর গুলোর কথা।
যারা আমাকে ক্ষুরে ক্ষুরু খাবে।
শকুন শিয়ালের মত
তখন নিজের কাছে বিরক্ত মনে হবে
খারাপ লাগবে। ভুল পথে চলে
যেতে পারি যেতে পারি
ঘাম গুলি সেদিন শুকিয়ে যাবে
মাটিতে লুটিয়ে পড়ব আমি
কেউ থাকবে না পাশে
তিরষ্কার করবে ওরা
সেদিন
তবে তোমার জন্য শেষ হব না কিন্তু
ভিতর থেকে একটা হাহাকার আমকে শেষ করে দেবে।
এতটুকু শাস্তি দিওনা অন্তত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাকিব চৌধুরী শিশির ০৬/০৩/২০১৬আসাধারন.....
-
মাহাবুব ০৪/০৩/২০১৬ক্রুটিপূর্ণ বানান গুলো দেখেনিবেন,কবি।
তবে, কবিতাটা ভালো লেগেছে।
শুভেচ্ছা নিবেন। -
অভিষেক মিত্র ০১/০৩/২০১৬ক্লাসিক!
-
মনিরুজ্জামান জীবন ২৯/০২/২০১৬সুন্দর লেখা, তবে আপনার বানানে অনেক ভুল! প্লিজ ভুল গুলো সম্পাদনা করুন ।
-
সহিদুল ইসলাম ২৯/০২/২০১৬ভাল
-
গাজী তৌহিদ ২৯/০২/২০১৬ভালো, তবে কয়েকটি বানান দেখে নিন।
-
ধ্রুব রাসেল ২৯/০২/২০১৬পোস্ট করার আগে পড়ে নিন। আপনার লেখায় বানানে ত্রুটিপূর্ণ। হয়তো টাইপিং এ ত্রুটি হতে পারে। তবুও বিশেষ নজর রাখবেন। যেমন:
ছিরে- ছিড়ে
হ্রদয়ে- হৃদয়ে
তুমার- তোমার
ইর্ষায়িত- ঈর্ষায়িত ইত্যাদি। -
দেবাশীষ দিপন ২৯/০২/২০১৬দারুণ।
-
নির্ঝর ২৯/০২/২০১৬অসাধারন