কবিতার উদেশ্য
আমি কবি হতে চাইনা
আমি মানুষকে জানাতে চাই!
সত্যের গোপন রহস্য কি ?
এতে কিছু মানুষ সঠিকটায়
যদি ফিরে আসতে পারে।
আমি কবি হব এই চিন্তানগরে বন্ধি নই
দু কলমে ঘরে সভ্যতা ফিরে আসলে তাতে মন্ধ কি?
কবিতা লেখা আমার পেশা,নয়।
কজের ফাঁকে ফাঁকে,
বাস্তব কিছু দৃশ্য ধরা পরে
এতে আমি ক্ষুন্য
আমি লিখতে জানি
তাইতো আর কি কলম ঘুরাঘুরি করে
কবিতায় বাস্তব কিছু অংক
আঙুলে ছাপ আকে।
বিবেকে একটু জাগ্রত করে
প্রতিবাদি কন্ঠ যা মুখ নেই কথা বলতে পারে।
কবিতায় নির্ভয় অবাক কন্ঠ শুনা যায়
মানুষ ছন্দময় কাব্য ভালো বাসে
এটা প্রয়জন হয়ে পরে
কতটুকু যা পথিক যেমনটাই
রাস্তা খুজে পেল লাঠির দিয়ে
কবিতা একটি স স উপকরন।
যা অন্ধ পথকে সহায্য করে।
আমি মানুষকে জানাতে চাই!
সত্যের গোপন রহস্য কি ?
এতে কিছু মানুষ সঠিকটায়
যদি ফিরে আসতে পারে।
আমি কবি হব এই চিন্তানগরে বন্ধি নই
দু কলমে ঘরে সভ্যতা ফিরে আসলে তাতে মন্ধ কি?
কবিতা লেখা আমার পেশা,নয়।
কজের ফাঁকে ফাঁকে,
বাস্তব কিছু দৃশ্য ধরা পরে
এতে আমি ক্ষুন্য
আমি লিখতে জানি
তাইতো আর কি কলম ঘুরাঘুরি করে
কবিতায় বাস্তব কিছু অংক
আঙুলে ছাপ আকে।
বিবেকে একটু জাগ্রত করে
প্রতিবাদি কন্ঠ যা মুখ নেই কথা বলতে পারে।
কবিতায় নির্ভয় অবাক কন্ঠ শুনা যায়
মানুষ ছন্দময় কাব্য ভালো বাসে
এটা প্রয়জন হয়ে পরে
কতটুকু যা পথিক যেমনটাই
রাস্তা খুজে পেল লাঠির দিয়ে
কবিতা একটি স স উপকরন।
যা অন্ধ পথকে সহায্য করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফি সুমন ২২/০৩/২০১৬অভিনন্দন কবি
-
মোঃ সরব বাবু ১৫/০৩/২০১৬এমনিতে কবিতাটি খুব সুন্দর হয়েছে। তবে এখানে বেশি কবিত্ব দেখানো হয়েছে বলে মনে হয়। কবিতাকে ছেড়ে দিন, সে তার আপন গতিতে চলবে। আর কবিতা কারোরই পেশা হতে পারে না। কবিতা আসে প্রাণ থেকে, ক্ষুধার তাড়না খেকে নয়।
-
মোঃ ফিরোজ হোসেন ১৩/০৩/২০১৬ভাল হয়েছে।
-
রাকিব চৌধুরী শিশির ২৪/০২/২০১৬সুন্দর হয়েছে কবি।
-
মনিরুজ্জামান জীবন ২০/০২/২০১৬পেশা, ফাঁকে ফাঁকে, শোনা, ভালোবাসে, প্রয়োজন, খুঁজে, উপকরণ, স স বুঝলাম না কবি,শব্দ গুলো সম্পাদনা করুন।কবিতা বেশ ভাল।
-
নির্ঝর ১৯/০২/২০১৬অনেক অনেক ভাল
-
গাজী তৌহিদ ১৮/০২/২০১৬ভালো, তবে বানানের প্রতি আরেকটু নজর দিলে মনে হ্য় ভালো হত!