কি হবে-বাঁধন নের ঘরটার
সৃষ্টির অপূর্ব রুপ তুমি ।
স্রষ্টার নিজ হাতে গড়া তিনি তোহ ঐ কারিগর অন্তত তাকে একটা ধন্যবাদ দেওয়া যায় । ঐ বাগানের ফুলগুলি কাছে রাখলে যেন মলিন হয়। সাগরে পানি গুলি নীল হয়ে যায় রাতের তারা আর জলেনা পাখিরা সব গান তুমি কি একটু ভাবছো না তার কথা
হৃদয় এর ঘরটা শুন্য হয়ে যাবে যার
তার আকাশ তা কি এই আকাশের চেয়ে বড়ো
হৃদয় ঘরটা বেদে ছিলে দুজন দুজনে তা কি মিছে মিচি খেলা তুমার কাছে হতে পারে তার কাছে না শুন্য ভিটায় ঘর বেদে পূর্ণ করেছিল. তবে
তুমার |
পৃথীবির কোনো ধরা বাদা নিয়ম কেড়ে নিয়ে যেতে পারে এই মানবীর কাছ থেকে জানি গূরুজনে কথা ফেলতে পারবেনা জানি তুমার অনেক কষ্ট হবে । কো~ন মানবির মুখে হাসি ফুটাবে । এই মানবির কি হবে। তার কি হবে বুকের ভিতর বাধনের ঘরটার।
স্রষ্টার নিজ হাতে গড়া তিনি তোহ ঐ কারিগর অন্তত তাকে একটা ধন্যবাদ দেওয়া যায় । ঐ বাগানের ফুলগুলি কাছে রাখলে যেন মলিন হয়। সাগরে পানি গুলি নীল হয়ে যায় রাতের তারা আর জলেনা পাখিরা সব গান তুমি কি একটু ভাবছো না তার কথা
হৃদয় এর ঘরটা শুন্য হয়ে যাবে যার
তার আকাশ তা কি এই আকাশের চেয়ে বড়ো
হৃদয় ঘরটা বেদে ছিলে দুজন দুজনে তা কি মিছে মিচি খেলা তুমার কাছে হতে পারে তার কাছে না শুন্য ভিটায় ঘর বেদে পূর্ণ করেছিল. তবে
তুমার |
পৃথীবির কোনো ধরা বাদা নিয়ম কেড়ে নিয়ে যেতে পারে এই মানবীর কাছ থেকে জানি গূরুজনে কথা ফেলতে পারবেনা জানি তুমার অনেক কষ্ট হবে । কো~ন মানবির মুখে হাসি ফুটাবে । এই মানবির কি হবে। তার কি হবে বুকের ভিতর বাধনের ঘরটার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৯/০৯/২০১৫ভালো।
-
শঙ্খদীপ মুসাফিরানা ঘোষ ১৭/০৯/২০১৫Khub sundor