জগৎ সংসার
ভব ঘুরে দেখিলাম ভাই
জগৎ সংসার কোনো কিছু সহজ নয়
নহে কুল ঠাই।
অন্ত শক্তির ভিতর রয়ে লুকিয়ে সব ঢাকা,
আক্লান্ত শ্রম আর রুদ্ধ শ্বাস রয়ে আকা
মানব কুলের নাহি নাহি স্বস্তির দার,
দমের বায়ু থাকা পর্যন্ত নিতে হয় তবু ভার।
জগৎ সংসার কঠিন বড়ো মুহূর্ত দার
প্রতি মুহূর্ত লরাইয়ে করে চলতে হয় হয় পারাবার
যেখানে তাপ উত্তাপ জরা জীর্ণ ক্ষয় বিবর্তক,
"চেলে ং" জিং মোকাবেলায় মরিয়া হয় উঠতে পারলে ই স্বার্থক।
এ নিশান অনাবিল কালের ছুয়া ফেরে বার বার
অকৃতিম দলিল সিমানা দার প্রান্ত যার।
এ পথ পা পিছলে যায় বার বার
ণিস ছিন্ন হয়ে যেতে পারে শক্তি প্রান তার
কাটা ভরা পথ কবে বড়া শ্বাস
থাকেনা সাথি সঙ্গী হায় উতাস
এ জগৎ সাধন বিহীন রচন যদি মগ্ন
জগৎ সংসারে পর বায়ু. কঠিন ঘন
তোড়া জগৎ সংসার এক ভয়ার্ত সীমানা দরজার দার কড়া
জগৎ সংসার কোনো কিছু সহজ নয়
নহে কুল ঠাই।
অন্ত শক্তির ভিতর রয়ে লুকিয়ে সব ঢাকা,
আক্লান্ত শ্রম আর রুদ্ধ শ্বাস রয়ে আকা
মানব কুলের নাহি নাহি স্বস্তির দার,
দমের বায়ু থাকা পর্যন্ত নিতে হয় তবু ভার।
জগৎ সংসার কঠিন বড়ো মুহূর্ত দার
প্রতি মুহূর্ত লরাইয়ে করে চলতে হয় হয় পারাবার
যেখানে তাপ উত্তাপ জরা জীর্ণ ক্ষয় বিবর্তক,
"চেলে ং" জিং মোকাবেলায় মরিয়া হয় উঠতে পারলে ই স্বার্থক।
এ নিশান অনাবিল কালের ছুয়া ফেরে বার বার
অকৃতিম দলিল সিমানা দার প্রান্ত যার।
এ পথ পা পিছলে যায় বার বার
ণিস ছিন্ন হয়ে যেতে পারে শক্তি প্রান তার
কাটা ভরা পথ কবে বড়া শ্বাস
থাকেনা সাথি সঙ্গী হায় উতাস
এ জগৎ সাধন বিহীন রচন যদি মগ্ন
জগৎ সংসারে পর বায়ু. কঠিন ঘন
তোড়া জগৎ সংসার এক ভয়ার্ত সীমানা দরজার দার কড়া
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্ঝর ১৭/০৯/২০১৫এই জগতে আসলে কেউ কারো নয়, সবাই যার যার।
-
মোঃ মুসা খান ১৭/০৯/২০১৫Dhonnobad kobi
-
মোবারক হোসেন ১৭/০৯/২০১৫বাস্তব কথা।