মনের হাওয়া
মনের হাওয়া বইতে লাগে না কোনো বসন্ত,
স্বপ্ন দেখতে লাগে না রাতে গুমান্ত।
অজান্তে এক নিবির বেসে যেতে পারে হারিয়ে,
পাল তোলা এক নৌকা এসে নিয়ে যেতে পারে উড়িয়ে।
ঝিরি ঝিরি মনে বইতে পারে বাতাস
কিংবা সরৎ কিংবা হেমন্ত লাগেনা পূর্বাবাস্।
রাত ছাড়া উঠতে পারে
মনের আকাশে চাদ,
মিষ্টি ছাড়া লাগতে পারে
রস গোল্লার স্বাদ
সোনালি সুর্য উঠতে পারে ভোর ছাড়া নীল গগনে,
কাউ কে আপন লাগতে পারে ছিন্ন ছাড়া মনে।|
স্বপ্ন দেখতে লাগে না রাতে গুমান্ত।
অজান্তে এক নিবির বেসে যেতে পারে হারিয়ে,
পাল তোলা এক নৌকা এসে নিয়ে যেতে পারে উড়িয়ে।
ঝিরি ঝিরি মনে বইতে পারে বাতাস
কিংবা সরৎ কিংবা হেমন্ত লাগেনা পূর্বাবাস্।
রাত ছাড়া উঠতে পারে
মনের আকাশে চাদ,
মিষ্টি ছাড়া লাগতে পারে
রস গোল্লার স্বাদ
সোনালি সুর্য উঠতে পারে ভোর ছাড়া নীল গগনে,
কাউ কে আপন লাগতে পারে ছিন্ন ছাড়া মনে।|
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১০/০৯/২০১৫আমি কবি নই তবে কিছু লিখতে চাঁই আমার জন্য দুআ করবেন