শ্রাবনের ধারা
শ্রাবনের ধারা আজ ঝরে ঝর ঝর
ঘন মেঘে ডাকা পড়ছে
সকাল বিকাল প্রহর
কর্ম কাজের দম ধরেছে
মিলছে বর্ষার আসর
যাবেনা কেয় ঘরের বাহিরে ভীষণ বর্ষণ মুখর
রোদ্র রা কাজল শাড়ি পড়েছে টুপুর টাপুর বৃষ্টি
কথায় নেই আলো ছায়া মেঘ পলকের সৃষ্টি
বর্ষাকন্না নিত্য করে
চলছে চালের টিনে
থামাবে না কেয় তাকে
চলছে সে - আনমনে
বৃষ্টি পরে নিকুন নাকুন
পায়ে পড়া নুপূর
নিয়ে চলে অন্য জগৎ বাজে একটানা সুর
রিম ঝিম বৃস্টি পরে মন করে আচ্ছন্ন,
ভাবনার মাঝে ঢেউ খেলে বলতে বারন্য
গাছের ডালে ঝাঁপটা বাতাশ
কথায় জেতে লাগে হতাশ,
মেঘে মেঘে বাদা।
মাট ঘাট
সব ভরে গেছে
জলের মাঝে কাদা
বিজলি চমকে ভয় পাই
বুক উঠে কেপে
গুম পাড়ানি মাথা চেপে
বালিস কাতা লেপে
জানলার দারে বসে বসে
মনে ত তত্ত্ব কথা
প্রিয় জন যদি থাকতো পাসে
হতাম তবে রাঁদা
ছোট্ট মামা গল্পও বলে শেষে বলে মিছে
শুনলে কেমন ভয় লাগে ভুত পেতনির কিচে
গুড়ুম গুড়ুম হঠাৎ কি শব্দ
বিজলির মাঝে বাজ পরে
পরান করে জব্দ
শীতল হাওয়া নরম গায়ে গুমের বাড়ি চলা
জল পরিরা আকাশ পানে করে নিত্য খেলা
ঘন মেঘে ডাকা পড়ছে
সকাল বিকাল প্রহর
কর্ম কাজের দম ধরেছে
মিলছে বর্ষার আসর
যাবেনা কেয় ঘরের বাহিরে ভীষণ বর্ষণ মুখর
রোদ্র রা কাজল শাড়ি পড়েছে টুপুর টাপুর বৃষ্টি
কথায় নেই আলো ছায়া মেঘ পলকের সৃষ্টি
বর্ষাকন্না নিত্য করে
চলছে চালের টিনে
থামাবে না কেয় তাকে
চলছে সে - আনমনে
বৃষ্টি পরে নিকুন নাকুন
পায়ে পড়া নুপূর
নিয়ে চলে অন্য জগৎ বাজে একটানা সুর
রিম ঝিম বৃস্টি পরে মন করে আচ্ছন্ন,
ভাবনার মাঝে ঢেউ খেলে বলতে বারন্য
গাছের ডালে ঝাঁপটা বাতাশ
কথায় জেতে লাগে হতাশ,
মেঘে মেঘে বাদা।
মাট ঘাট
সব ভরে গেছে
জলের মাঝে কাদা
বিজলি চমকে ভয় পাই
বুক উঠে কেপে
গুম পাড়ানি মাথা চেপে
বালিস কাতা লেপে
জানলার দারে বসে বসে
মনে ত তত্ত্ব কথা
প্রিয় জন যদি থাকতো পাসে
হতাম তবে রাঁদা
ছোট্ট মামা গল্পও বলে শেষে বলে মিছে
শুনলে কেমন ভয় লাগে ভুত পেতনির কিচে
গুড়ুম গুড়ুম হঠাৎ কি শব্দ
বিজলির মাঝে বাজ পরে
পরান করে জব্দ
শীতল হাওয়া নরম গায়ে গুমের বাড়ি চলা
জল পরিরা আকাশ পানে করে নিত্য খেলা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৯/১০/২০১৫nice
-
মোঃ মুসা খান ১১/০৯/২০১৫Thanks vai
-
সাইদুর রহমান ১১/০৯/২০১৫খুব সুন্দর।
-
দেবর্ষি সিংহ ১০/০৯/২০১৫School jibon e soddo fele aasa kichu smriti mone pore gelo..
-
ফয়সাল শাহ ১০/০৯/২০১৫Nice