হারিয়ে তুমি যাবে
যাও তুমি একলা বনে
আমায় ছারিয়া ,
কোন নায়ের মাঝি তুমি নীল দরিয়া।
চাতক ডানায় মেলি আখি পথের কিনারায় ।
দিনযে আমার কাটেনা যে তোমার প্রতিক্ষায়।
রাতের তারা ঝিলিমিলি দিনের তারা ফুল
ছেরে তুমি চলে গেছো আমায় বুজে ভুল। সৃতির কাথায় ভাবিএখন
পাগল কারা মন তোমার উজারকরা হাসি।
তাইত মেয়ে তুমায় এত আমি ভালোবাসি । নাকি আমি মিছে মিছি সপ্ন দেখি মনে
হারিয়ে তুমি যাবে নাকি অচেনা এক বনে।
আমায় ছারিয়া ,
কোন নায়ের মাঝি তুমি নীল দরিয়া।
চাতক ডানায় মেলি আখি পথের কিনারায় ।
দিনযে আমার কাটেনা যে তোমার প্রতিক্ষায়।
রাতের তারা ঝিলিমিলি দিনের তারা ফুল
ছেরে তুমি চলে গেছো আমায় বুজে ভুল। সৃতির কাথায় ভাবিএখন
পাগল কারা মন তোমার উজারকরা হাসি।
তাইত মেয়ে তুমায় এত আমি ভালোবাসি । নাকি আমি মিছে মিছি সপ্ন দেখি মনে
হারিয়ে তুমি যাবে নাকি অচেনা এক বনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ১২/০৯/২০১৫খুব ভাল লাগল
-
মোবারক হোসেন ১১/০৯/২০১৫খুব সুন্দর।
-
মোঃ নাজমুল হাসান ১০/০৯/২০১৫সুন্দর।
-
মোঃ মুসা খান ১০/০৯/২০১৫সবাইকে আবার প্রান ডালা অভিনন্দন নেক্সট তা সাথে থাকবেন
-
আব্দুল মান্নান মল্লিক ১০/০৯/২০১৫খুব সুন্দর হয়েছে
-
রুহুল আমীন রৌদ্র. ১০/০৯/২০১৫কবিতা সুন্দর হয়েছে।
বানান গুলো দেখে নিন।
ধন্যবাদ -
সমরেশ সুবোধ পড়্যা ১০/০৯/২০১৫কবিতাটি খুব সুন্দর। অনেক শুভেছ্ছা রইল।
টাইপিং এর সময় বানানে একটু লক্ষ্য দিতে হবে।
ছাড়িয়া >, আঁখি>, ছেড়ে>, বুঝে >, স্মৃতির কথায়>, পাগল করা>, উজাড় করা >, তোমায় >, স্বপ্ন> -
নির্ঝর ১০/০৯/২০১৫সুন্দর কবিতা
-
মোঃ মুসা খান ১০/০৯/২০১৫সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
-
সবুজ আহমেদ কক্স ১০/০৯/২০১৫নাইস
-
শান্ত ১০/০৯/২০১৫Very nice.
-
ইমরান কবির রুপম ১০/০৯/২০১৫শুভেচ্ছা জানবেন