দুর্বাঘাস
বর্ষার গুড়ি গুড়ি বৃষ্টির মতো
ঝরছে বেদনা আমার,
ঝরে ঝরে শেষ হয়ে গেছে ব্যথা।
প্রসন্ন মনে ওই দুর্বাঘসের সকাল আমি
যাকে প্রভাতের শীতের নিয়র,
ধুয়ে দেয় সমস্ত কাল রাতের ময়লা।
আমি সিক্ত চির সবুজ এক
বসন্তের কোকিলের মতো কোন নীড় নেই আমার,
আমি কোন যাযাবর নই গোটা দেশ আমার।
আমার রন্ধ্রে রন্ধ্রে রক্ত কণিকায়,
ধমনীর নীল রঙ ভূপাতিত হয়েছে,
আমি ঘাস হয়ে নিরবে রইব
কাশ ফুলের গোড়ায়।
ঝরছে বেদনা আমার,
ঝরে ঝরে শেষ হয়ে গেছে ব্যথা।
প্রসন্ন মনে ওই দুর্বাঘসের সকাল আমি
যাকে প্রভাতের শীতের নিয়র,
ধুয়ে দেয় সমস্ত কাল রাতের ময়লা।
আমি সিক্ত চির সবুজ এক
বসন্তের কোকিলের মতো কোন নীড় নেই আমার,
আমি কোন যাযাবর নই গোটা দেশ আমার।
আমার রন্ধ্রে রন্ধ্রে রক্ত কণিকায়,
ধমনীর নীল রঙ ভূপাতিত হয়েছে,
আমি ঘাস হয়ে নিরবে রইব
কাশ ফুলের গোড়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৩/০২/২০২০সুন্দর উপস্থাপন।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৩/০২/২০২০অনন্য অসাধারন
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০২/২০২০সুন্দর
-
শাহীন রহমান (রুদ্র) ১২/০২/২০২০সুন্দর প্রকৃতির উপস্থাপনা
-
অভিমানী ছেলে ১২/০২/২০২০Good writing
-
ফয়জুল মহী ১২/০২/২০২০দারুণ ছন্দোময় ও বর্ণ।
-
সাইয়িদ রফিকুল হক ১২/০২/২০২০ভালো।