মিছে মায়
স্বর্ণালী আকাশটাতে
স্বপ্নের ছবি আঁকতে,
স্বপ্নের তুলিরা সব
হাতছানি দিয়ে ডাকে।
রঙধনুর সাত রঙে
রাঙ্গায় সংগোপনে,
গোধূলীর মৃদুময়ে
প্রকাশিত জনে-জনে।
আবহেলিত এ জীবনে
মিছে মায়ার কারণে,
বাধিল সবার করে
হৃদয়ের অগোচরে।
ঈর্ষায় জ্বলে-পুড়ে
স্ব-স্ব দাপটে,
ঝর্ণার ন্যায় বাগ্নিরা সব
ঝড়ায় স্ব মুখে।
জানুয়ারী ২০০৮ ইং
স্বপ্নের ছবি আঁকতে,
স্বপ্নের তুলিরা সব
হাতছানি দিয়ে ডাকে।
রঙধনুর সাত রঙে
রাঙ্গায় সংগোপনে,
গোধূলীর মৃদুময়ে
প্রকাশিত জনে-জনে।
আবহেলিত এ জীবনে
মিছে মায়ার কারণে,
বাধিল সবার করে
হৃদয়ের অগোচরে।
ঈর্ষায় জ্বলে-পুড়ে
স্ব-স্ব দাপটে,
ঝর্ণার ন্যায় বাগ্নিরা সব
ঝড়ায় স্ব মুখে।
জানুয়ারী ২০০৮ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৮/০৫/২০১৪
-
সফিউল্লাহ আনসারী ০৫/০৫/২০১৪স্বপ্নের তুলিরা সব
হাতছানি দিয়ে ডাকে।
good ! -
তিতলি ০৩/০৫/২০১৪ভালো লাগল
-
সফিউল্লাহ আনসারী ৩০/০৪/২০১৪সুন্দর লেখা !
-
এস,বি, (পিটুল) ২০/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার পেজর আমন্ত্রন জানাই।
ভালো লাগলো।