স্মৃতি যেন আয়না
অতীতের বিজড়িত স্মৃতি কথা
যেন প্রতিচ্ছবির আয়না
সহস্রাধীক প্রচেষ্টায়েও তা
কখনো ভুলা যায় না।
যখন তখন ছোট্ট মনে
দোলা দেয় গগণ তলে।
মিটি-মিটি তারার মাঝে
অথই সায়র ঢেউয়ের ভাজে।
মনোসন্ধি হলে মনে-মনে
অগাধ বিশ্বাস হয় জনে-জনে।
অক্ষির আর্শিতে পড়লে ছায়
মুছে না তা লোচনাভায়।
যেন প্রতিচ্ছবির আয়না
সহস্রাধীক প্রচেষ্টায়েও তা
কখনো ভুলা যায় না।
যখন তখন ছোট্ট মনে
দোলা দেয় গগণ তলে।
মিটি-মিটি তারার মাঝে
অথই সায়র ঢেউয়ের ভাজে।
মনোসন্ধি হলে মনে-মনে
অগাধ বিশ্বাস হয় জনে-জনে।
অক্ষির আর্শিতে পড়লে ছায়
মুছে না তা লোচনাভায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১৭/০৫/২০১৪abar porlam
-
কবি মোঃ ইকবাল ০৮/০৫/২০১৪জীবনের অপর প্রান্তই হচ্ছে স্মৃতির আয়না।
কবিতা ভালো লাগলো। -
এস,বি, (পিটুল) ২০/০৪/২০১৪কবিতাটি ভালো লাগলো, আমার কবিতার পেজর আমন্ত্রন জানাই।