ছলা কলা
যে খানেই দেখিবে বল
বুঝে নিও তার ছল।
হতেও পারে বিশ্বমানচিত্র
নয়তবা ককটেল একচ্ছত্র।
রাজপথে আজ ধুলি উড়ে
জলকামান নয়ত পেপার স্প্রে।
মিছিলে মিছিলে হুঙ্কার শুনি
নির্দলীয় সরকার জয়-জয় ধ্বনি।
রাষ্ট্রের প্রতিবাদে নিরিহের তরে
ফিরে আসে ল্যাংড়া নির্মমতার পরে।
ডিসেম্বর ২০১৩ ইং
বুঝে নিও তার ছল।
হতেও পারে বিশ্বমানচিত্র
নয়তবা ককটেল একচ্ছত্র।
রাজপথে আজ ধুলি উড়ে
জলকামান নয়ত পেপার স্প্রে।
মিছিলে মিছিলে হুঙ্কার শুনি
নির্দলীয় সরকার জয়-জয় ধ্বনি।
রাষ্ট্রের প্রতিবাদে নিরিহের তরে
ফিরে আসে ল্যাংড়া নির্মমতার পরে।
ডিসেম্বর ২০১৩ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৮/০৫/২০১৪দেশের করুন চিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।