আমন্ত্রণ
হে পথিক, পথ ভুলা
এ মনের দ্বার খুলা।
এপথে হও আগুয়ান
তবেই হব রিযওয়ান।
তুমি যদি এপথ ধরে
না আস মম মাঝে,
তবে যে হবে মৃত্যু আমার
অকালে যাবো ঝড়ে।
আমন্ত্রণ আমার বিফলে যাবে না
শুধু একবার এলে,
শতযুগ পর সমাধির পানে
একবার ফিরে তাকালে।
এ মনের দ্বার খুলা।
এপথে হও আগুয়ান
তবেই হব রিযওয়ান।
তুমি যদি এপথ ধরে
না আস মম মাঝে,
তবে যে হবে মৃত্যু আমার
অকালে যাবো ঝড়ে।
আমন্ত্রণ আমার বিফলে যাবে না
শুধু একবার এলে,
শতযুগ পর সমাধির পানে
একবার ফিরে তাকালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৮/০৫/২০১৪আমন্ত্রণ অবশ্যই বিফলে যাবে না।
-
সফিউল্লাহ আনসারী ০৪/০৫/২০১৪ভালো লিখেছেন