বিষে ভরা বাণ
দারিদ্রের নিচে কেন দিলে বাস,
আমি কি সংহার অতি দুঃখ তাপের ত্রাস?
কতজনে দানিয়েছ বিশালতার ঢেউ
তুমি ছাড়া আমার সান্তনা দেবার নেই কউে।
অমুক তমুক কতজনে দেখি
অর্থের ভরে স্বজনে দেয় ফাঁকি।
আমারে কি পরীক্ষার তরে
দেওন যায়না একটি বার করে,
হয়ত প্রতিশ্রুতি নারিব রাখতে
প্রয়োজনে কি আর হয় অত শত জানতে।
আমিত নির্ভীক কিন্তু নিরুপায়
সর্বহারা নই মানটুকু অদ্যাপি অক্ষয়।
তোমার দয়ার ক্ষুদ্রাতি ক্ষুদ্র দান,
ওই অহংকারী বিলাসীর বক্ষে আমি বিষে ভরা বাণ।
আমারতো নেই অত তত লোভের পরে লোভ
প্রয়োজনই আমায় জুটিয়েছে ক্ষোভের পরে ক্ষোভ।
০৮-০৮-২০১২ ইং
আমি কি সংহার অতি দুঃখ তাপের ত্রাস?
কতজনে দানিয়েছ বিশালতার ঢেউ
তুমি ছাড়া আমার সান্তনা দেবার নেই কউে।
অমুক তমুক কতজনে দেখি
অর্থের ভরে স্বজনে দেয় ফাঁকি।
আমারে কি পরীক্ষার তরে
দেওন যায়না একটি বার করে,
হয়ত প্রতিশ্রুতি নারিব রাখতে
প্রয়োজনে কি আর হয় অত শত জানতে।
আমিত নির্ভীক কিন্তু নিরুপায়
সর্বহারা নই মানটুকু অদ্যাপি অক্ষয়।
তোমার দয়ার ক্ষুদ্রাতি ক্ষুদ্র দান,
ওই অহংকারী বিলাসীর বক্ষে আমি বিষে ভরা বাণ।
আমারতো নেই অত তত লোভের পরে লোভ
প্রয়োজনই আমায় জুটিয়েছে ক্ষোভের পরে ক্ষোভ।
০৮-০৮-২০১২ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।