ক্ষণপর
ক্ষণপরে হয়ত হব
তুমি আমি পর
একাকার হবে দুটি মন
বিচ্ছেদের অনলে জলবে ক্ষণকাল
হলে ভবপর।
ভুলার নীতিতে ভুলোনা আমায়
অমর প্রাপ্তি সুখে।
আশার শৃঙ্খলে আবদ্ধ হয়ে
বহুকাল পেরিয়ে
দুদিনের তরে,
মিছেমিছি বাঁধিয়াছি
কতইনা দেনা
শুধিতে হইবে ঋণ,
পারব কি কোন দিন?
ভুলো না সেই ক্ষণ দু-চারি কথা
দিওনা কখনো মৃত্যুকুল ব্যথা।
কোন এক সময়
হলে ধ্বংসাতীত
মুছনা সে স্মৃতি জালিও প্রদ্বীপ।
ভবভেলায় চড়ে যেদিন
হারাব শোকাভায়
ভুলনা ওই ক্ষণ লিখো
মনের কাবায়।
০৯-০৫-০৮ইং
তুমি আমি পর
একাকার হবে দুটি মন
বিচ্ছেদের অনলে জলবে ক্ষণকাল
হলে ভবপর।
ভুলার নীতিতে ভুলোনা আমায়
অমর প্রাপ্তি সুখে।
আশার শৃঙ্খলে আবদ্ধ হয়ে
বহুকাল পেরিয়ে
দুদিনের তরে,
মিছেমিছি বাঁধিয়াছি
কতইনা দেনা
শুধিতে হইবে ঋণ,
পারব কি কোন দিন?
ভুলো না সেই ক্ষণ দু-চারি কথা
দিওনা কখনো মৃত্যুকুল ব্যথা।
কোন এক সময়
হলে ধ্বংসাতীত
মুছনা সে স্মৃতি জালিও প্রদ্বীপ।
ভবভেলায় চড়ে যেদিন
হারাব শোকাভায়
ভুলনা ওই ক্ষণ লিখো
মনের কাবায়।
০৯-০৫-০৮ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাদা কাঁক(মেহেদী হাসান) ২৮/০৩/২০১৪লেখা খুব ভাল লাগলো..... আমার পাতায় আসবেন কিন্তু....
-
পিয়ালী দত্ত ২৮/০৩/২০১৪খুব ভালো লাগল...