আবেদন
হে মহান,
তুমি শাশ্বত! তুমি অম্লান,
গাহি তোমারই জয়গান।
অমর তোমাতে বঙ্গদেশে
তিরিশ লক্ষ প্রাণ,
তুমি অম্লান।
যাদের তরে একুশ নিকুঞ্জের
শোকের অনল ধারা,
হিদয় মোহিত, শুভিত হইল কারা?
সৌখিন সেই গঞ্জনা আর সংশয়ে
পার্থিব সুখ পরিহারে
বরিল লালের প্র¯্রবন।
সেপথ দেখাও সর্বাগ্রে,
এ আমার অনুনয় বেদন।
২০১১ ইং
তুমি শাশ্বত! তুমি অম্লান,
গাহি তোমারই জয়গান।
অমর তোমাতে বঙ্গদেশে
তিরিশ লক্ষ প্রাণ,
তুমি অম্লান।
যাদের তরে একুশ নিকুঞ্জের
শোকের অনল ধারা,
হিদয় মোহিত, শুভিত হইল কারা?
সৌখিন সেই গঞ্জনা আর সংশয়ে
পার্থিব সুখ পরিহারে
বরিল লালের প্র¯্রবন।
সেপথ দেখাও সর্বাগ্রে,
এ আমার অনুনয় বেদন।
২০১১ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।