অন্য মা
আজকের অপরাহ্নের আকাশ সে হয়তবা আমার জন্য
আমি বিষন্ন ছিলাম তাই সে মেঘাচ্ছন্ন,
আমি মস্তবড় এক শোকে কেঁদেছিলাম খুব
পাপড়ি ভেজেনি চোখের
তাই সে অঝর ধারায় ঝরেছিল।
এক পৃথিবীর বুকে আমি ক্ষুদ্রাতিশয়
বর্ষণে মাঠ ঘাট থৈ-থৈ, অথচ
কচুপাতার মতো আমার ভেতরকার
হাহাকার শূন্যতার অতিশায়ন অক্ষত ছিল,
আমার চঞ্চলতার পুরুত্ব নিবৃত করতে পারেনি আমায়।
এক আধটু অশ্রয়ের নিমিত্তে ছুটে গিয়েছিলাম
তুরাগ নদীর বিদির্ণ বক্ষে
গর্ভে তার অজস্র জলকণা অসঙ্খ প্রাণীর আধার।
উড়ে যাওয়া গাঙচিল আর সাদা বক
শতদলের লোকচুরি, জলছোঁয়া শীতল পবন
অবসান করেছিল মনের হুতাসন।
মাছরাঙ্গা ওই মাতাকে ভেদ করে আহারাদি জোটায়
তার শীতল মায়া আমায় যেন বেঁধেছিল ওই ক্রোড়ে
আমারে শান্ত করেছিল ঠাই দিয়েছিল বুকে
কেঁদেওছিল আমার বেদনার শোকে,
ওই নদী মাতা.....
২৮-০৭-১২ইং
আমি বিষন্ন ছিলাম তাই সে মেঘাচ্ছন্ন,
আমি মস্তবড় এক শোকে কেঁদেছিলাম খুব
পাপড়ি ভেজেনি চোখের
তাই সে অঝর ধারায় ঝরেছিল।
এক পৃথিবীর বুকে আমি ক্ষুদ্রাতিশয়
বর্ষণে মাঠ ঘাট থৈ-থৈ, অথচ
কচুপাতার মতো আমার ভেতরকার
হাহাকার শূন্যতার অতিশায়ন অক্ষত ছিল,
আমার চঞ্চলতার পুরুত্ব নিবৃত করতে পারেনি আমায়।
এক আধটু অশ্রয়ের নিমিত্তে ছুটে গিয়েছিলাম
তুরাগ নদীর বিদির্ণ বক্ষে
গর্ভে তার অজস্র জলকণা অসঙ্খ প্রাণীর আধার।
উড়ে যাওয়া গাঙচিল আর সাদা বক
শতদলের লোকচুরি, জলছোঁয়া শীতল পবন
অবসান করেছিল মনের হুতাসন।
মাছরাঙ্গা ওই মাতাকে ভেদ করে আহারাদি জোটায়
তার শীতল মায়া আমায় যেন বেঁধেছিল ওই ক্রোড়ে
আমারে শান্ত করেছিল ঠাই দিয়েছিল বুকে
কেঁদেওছিল আমার বেদনার শোকে,
ওই নদী মাতা.....
২৮-০৭-১২ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ০৪/০১/২০১৪অসংখ্য ধন্যবাদ!! আরো সুন্দরের প্রতিক্ষায়................
-
এম. গোলাম মাহমুদ শিশির ০৩/০১/২০১৪খুব ভাল লাগল। আমার সাইট www.gangchil.com এ ঘুরে আসার নিমন্ত্রন রইল। এটা গল্প-কবিতা আসরের সাইট। পছন্দ হবে নিশ্চই। এখানে নিবন্ধন করে আপনার লেখাও প্রকাশ করতে পারেন।
-
Înšigniã Āvî ০৩/০১/২০১৪khub valo laaglo
-
אולי כולנו טועים ০৩/০১/২০১৪Rahman vai, khub valo laglo