দুর্বা ঘাস
বর্ষার গুড়ি গুড়ি বৃষ্টির মতো
ঝরছে বেদনা আমার,
ঝরে ঝরে শেষ হয়ে গেছে ব্যথা।
প্রসন্ন মনে ওই দুর্বা ঘাসের সকাল আমি
যাকে প্রভাতের শীতের নিয়র
ধুয়ে দেয় সমস্ত কাল রাতের ময়লা।
আমি সিঁক্ত চির সবুজ এক
বসন্তের কুকিলের মতো কোন নীড় নেই আমার,
আমি কোন যাযাবর নই গোটা দেশ আমার।
আমার রন্দ্রে-রন্দ্রে রক্ত কনিকায়, ধমনির
সকল নীল রঙ ভূপাতিত হয়েছে,
আমি ঘাস হয়ে নিরবে রইব, কাশফুলের গোড়ায়।
১৯-০৭-১২ইং
ঝরছে বেদনা আমার,
ঝরে ঝরে শেষ হয়ে গেছে ব্যথা।
প্রসন্ন মনে ওই দুর্বা ঘাসের সকাল আমি
যাকে প্রভাতের শীতের নিয়র
ধুয়ে দেয় সমস্ত কাল রাতের ময়লা।
আমি সিঁক্ত চির সবুজ এক
বসন্তের কুকিলের মতো কোন নীড় নেই আমার,
আমি কোন যাযাবর নই গোটা দেশ আমার।
আমার রন্দ্রে-রন্দ্রে রক্ত কনিকায়, ধমনির
সকল নীল রঙ ভূপাতিত হয়েছে,
আমি ঘাস হয়ে নিরবে রইব, কাশফুলের গোড়ায়।
১৯-০৭-১২ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০১/০১/২০১৪
শুভেচ্ছা